
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মা নার্গিস আরা বেগম (৭২) মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)
মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টা ৪৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে তিনি মৃত্যুবরণ করেন।
জানা গেছে, নার্গিস আরা বেগম বার্ধক্যজনিত কারণ ছাড়াও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, থাইরয়েড এবং শরীরে লবণ সংকটে ভুগছিলেন। অসুস্থতা নিয়ে ২৩ জুন তিনি রাজশাহী মেডিকেলে ভর্তি হন। গতকাল অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিজের মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন খালেদ মাসুদ পাইলট নিজেই। সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে মায়ের মৃত্যুর খবর লিখে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
তিনি জানিয়েছেন, মরহুমার নামাজে জানাজা মঙ্গলবার এশার নামাজের পর টিকাপাড়া গোরস্থান মাঠে অনুষ্ঠিত হবে।
এদিকে, পাইলটের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিবার্তা/মোস্তাফিজ/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]