অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের পাহাড় ভারতের
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ২২:৪৮
অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের পাহাড় ভারতের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

অস্ট্রেলিয়াকে হারাতে পারলে আজই সেমিফাইনাল নিশ্চিত হবে ভারতের। অন্যদিকে, সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে ভারতের বিপক্ষে জয় ভীষণ দরকার অস্ট্রেলিয়ার। এমন ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক মিচেল মার্শ। তবে প্রথমে ব্যাট করে ২০৫ রানের পাহাড়সম স্কোর গড়ে মার্শকে হতাশ করল ভারত। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি পাননি ভারত অধিনায়ক রোহিত শর্মা।


ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারান বিরাট কোহলি। তিনি ৫ বলে শূন্য রানে ফেরেন।


এরপর রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন অধিনায়ক রোহিত শর্মা। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ১৯ বলে ৫টি ছক্কা আর চারটি বাউন্ডারির সাহায্যে ফিফটি হাঁকান রোহিত।


রোহিত এদিন ৪১ বলে ৮টি ছক্কা আর ৭টি চারের সাহায্যে ৯২ রানের ঝলমলে ইনিংস খেলেন। এই ইনিংস খেলার মধ্য দিয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের রেকর্ড গড়েন রোহিত। ১৪৯ ইনিংসে রোহিতের সংগ্রহ ৩১ ফিফটি আর ৫টি সেঞ্চুরিতে ৪ হাজার ১৬৫ রান।


টি-টোয়েন্টিতে ১১৬ ইনিংসে ব্যাট করে ৪,১৪৫ রান করে এতদিন শীর্ষে ছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ১১৫ ইনিংসে ৪ হাজার ৩ রান দ্বিতীয় পজিশনে ছিলেন বিরাট কোহলি।


রোহিত আউট হওয়ার পর মাত্র ১৬ বল খেলে তিন চার আর দুই ছক্কায় ৩১ রান করেন সূর্যকুমার যাদব। ২২ বলে দুই চার আর এক ছক্কায় ২৮ রান করে ফেরেন শিবম দুবে। ১৭ বলে এক চার আর দুই ছক্কায় ২৭ রান করেন অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com