
নিজেদের মাঠে লাতিন আমেরিকার দল বলিভিয়াকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকায় শুভসূচনা করেছে যুক্তরাষ্ট্র।
টেক্সাসের আরলিংটনে দাপট দেখিয়ে খেলেছে যুক্তরাষ্ট্র। যে কারণে গোল পেতেও দেরি হয়নি তাদের। মাত্র ৩ মিনিটে লিড নেয় স্বাগতিকরা। ডান পায়ের দুর্দান্ত শটে বলিভিয়ার জাল কাঁপান ক্রিশ্চিয়ান পুলিসিক। তাকে অ্যাসিস্ট করেন টিমথি ওয়াহ।
লিড নিয়ে খেলার ধার আরও বাড়াতে থাকে যুক্তরাষ্ট্র। তবে ব্যবধান দ্বিগুণ করতে দেরি হচ্ছিল। কিন্তু বিরতিতে যাওয়ার আগে আরও একটি গোল করে ফেলে যুক্তরাষ্ট্র (২-০)। এবার ফ্লোরিয়ান বালোগুনকে দিয়ে গোল করান পুলিসিক।
যুক্তরাষ্ট্রের প্রথম কোনো ফুটবলার হিসেবে কোপা আমেরিকায় গোল ও অ্যাসিস্ট করার কীর্তি গড়েন পুলিসিক। ৬৯ আন্তর্জাতিক ম্যাচে এটি পুলিসিকের ৩০তম গোল।
৫৩ মিনিটে আরও একটি গোলের সুযোগ পেয়েছিলেন বালোগুন। তবে ভিএআরে অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল করে দেন রেফারি। এরপর কয়েক দফা আক্রমণ করলে জাল খুঁজে পায়নি যুক্তরাষ্ট্র। ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]