
জুনিয়র এএইচএফ কাপ হকির ফাইনালে চীনের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। অনূর্ধ্ব-২১ এই টুর্নামেন্টে নির্ধারিত সময়ের মধ্যেই ৪-২ গোলে চীনকে হারিয়ে টানা দ্বিতীয় বার শিরোপা ঘরে তুলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। গত আসরে স্বাগতিক ওমানের বিরুদ্ধে টাইব্রেকারে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ।
রবিবার (২৩ জুন) সিঙ্গাপুরে অনুষ্ঠিত আসরে চীনের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হয়েছে বাংলাদেশের। প্রথম কোয়ার্টারে গোল করতে না পারলেও দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ২২-২৭ মিনিটের মধ্যে হাসান দু’টি ফিল্ড গোল ও আমিরুল পেনাল্টি কর্নার থেকে গোল করেন।
বিরতির পর ৩৩তম মিনিটে চীনের জিয়া লং ফিল্ড গোল করেন। আট মিনিট পর পেনাল্টি কর্নার থেকে চেন আরেকটি গোল করলে খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসে। চীনে সমতা আনার আগেই ৫৩তম মিনিটে জয় ফিল্ড গোল করে ব্যবধান বাড়িয়ে ৪-২ করেন। ম্যাচের বাকি সাত মিনিট আর কোনো গোল না হওয়ায় বাংলাদেশ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি স্পর্শ করে।
সিঙ্গাপুরে নারী ও পুরুষ এক সঙ্গে জুনিয়র এএইচএফ কাপ টুর্নামেন্ট হয়েছে। পুরুষ বিভাগে দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন-রানার্স আপ সেমিফাইনাল খেলেছে। এরপর দুই বিজয়ী সেমিফাইনালিস্ট ফাইনালে উঠেছিল।
এর আগে দিনের শুরুতে রানার্সআপ হয়েছিল বাংলাদেশের মেয়েরা। হকি ফেডারেশন অনেক প্রতিবন্ধকতার মধ্যে দুই দলকে সিঙ্গাপুরে টুর্নামেন্ট খেলতে পাঠিয়েছিল। কিন্তু শত সমস্যা দূরে ঠেলে শেষ পর্যন্ত দুই দলই সফল হয়ে দেশে ফিরছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]