
জুনিয়র এএইচএফ কাপে সিঙ্গাপুরকে হারিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো আসরে অংশ নিয়েই দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
২৩ জুন, রবিবার স্বাগতিক সিঙ্গাপুরকে ধসিয়ে দিয়েছে বাংলাদেশ। লিগ পর্বে শেষ ম্যাচে ৭-১ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। এতে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে বাংলাদেশ রানার্সআপ হয়েছে।
এদিন ম্যাচের সময় সাত মিনিট পার হতেই দুটি গোল আদায় করে নেয় বাংলাদেশ। সানজিদা মণি আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে নেন। পরক্ষণে কণার আক্রমণ থেকেই আক্তার ব্যবধান দ্বিগুণ করেন।
২১ মিনিটে গোল করে দলের ব্যবধান ৩-০ করেন আইরিন রিয়া। নাদিরা ইমা ২৫ ও ৩৩ মিনিটে জোড়া গোল করে স্বাগতিকদের ব্যাকফুটে ফেলে দেন। ৩৯ মিনিটে সোনিয়া আক্তারের স্টিক থেকে এসেছে ষষ্ঠ গোল।
শেষের তিনটি গোলও এসেছে আক্রমণ থেকে। ৬ গোলে পিছিয়ে থেকে সিঙ্গাপুর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৪৫ মিনিটে একটি গোলও শোধও দেয়। পেনাল্টি স্ট্রোক থেকে সাইফুল লানা লক্ষ্যভেদ করেন।
তবে একবার ঝলক দেখালেও স্বাগতিকরা আর পারেনি। বরং বাংলাদেশ ৫৫ মিনিটে সপ্তম গোল করে জয়ের ব্যবধান আরও বাড়িয়ে নেয়। ৫৫ মিনিটে অর্পিতা পাল পেনাল্টি কর্নার থেকে ঠিকানা খুঁজে নেন।
বাংলাদেশ এই টুর্নামেন্টে কেবল শক্তিশালী চাইনিজ তাইপের কাছে ৩-০ গোলে হেরেছিল। এ ছাড়া বাকি সব ম্যাচ জিতেছে। এবার রানার্সআপ হয়ে জুনিয়র হকির চূড়ান্ত পর্বে খেলবে তারা।
এর আগে ২০১৯ সালে প্রথমবার অংশ নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। সেবার একটির বেশি ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]