
কোপা আমেরিকায় নতুন এক রেকর্ড গড়েছেন ক্লদিও ব্রাভো। লাতিন মহাদেশীয় শ্রেষ্ঠত্বে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে রেকর্ড গড়েছেন চিলির এই গোলকিপার। ম্যাচের দিন ম্যানসিটি ও বার্সার সাবেক এই গোলকিপারের বয়স ছিল ৪১ বছর ২ মাস ১৬ দিন।
ব্রাভোর রেকর্ডের দিনে নিজেদের প্রথম ম্যাচে পেরুর সঙ্গে গোলশূন্য ড্র করেছে চিলি। বাংলাদেশ সময় শনিবার (২২ জুন) সকালে টেক্সাসে এ-গ্রুপের ম্যাচে ড্র করে দুদল। উভয়ই পায় এক পয়েন্ট করে।
এই গ্রুপের প্রথম ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন চিলির সেরা তারকা অ্যালেক্সিস সানচেজ। ম্যাচের ১৫ মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সের ভেতর সুবিধাজনক জায়গায় বল পেয়েও পোস্টের বাইরে মারেন তিনি।
দ্বিতীয়ার্ধে একাধিক গোলের সুযোগ পায় দুদল। বিশেষ করে পেরুর সুযোগ পেয়েছিল বেশি। নিজেদের ভুলে এবং চিলির গোলকিপার ব্রাভোর দারুণ কিছু সেভে গোল পায়নি পেরু।
যদিও বল দখল আর গোলপোস্টে শট নেওয়ায় পেরুর বেশ এগিয়ে ছিল চিলি। ৬৫ শতাংশ বলের পজিশনের পাশাপাশি ১১টি শটে নেন চিলির খেলোয়াড়রা।
কিন্তু এর মাত্র একটি শট ছিল পেরুর গোলপোস্টে। অন্যদিকে পেরুর ৭ শটের চারটি ছিল লক্ষ্যে। কিন্তু গোল পায়নি কোনো দল।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]