
অস্ট্রেলিয়ার কাছে হারের পর ২৫-৩০ রানের সেই পুরোনো আক্ষেপ করে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন ভারতের বিপক্ষে আমরা ভালো ম্যাচ খেলব।
অ্যান্টিগায় শুক্রবার (২১ জুন) সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ৮ উইকেটে ১৪০ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। রান তাড়ায় অস্ট্রেলিয়া ১১.২ ওভারে ১০০ রান করার পর বৃষ্টিতে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। তাই ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে তাদের ২৮ রানে জয়ী ঘোষণা করা হয়।
অবশ্য খেলা মাঠে গড়ালেও হয়তো অস্ট্রেলিয়ার তেমন বেগ পেতে হতো না। কারণ ৮ উইকেট বাকি রেখে ৫২ বলে তাদের প্রয়োজন ছিল মাত্র ৪১ রান। দারুণ ছন্দে খেলছিলেন ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েল।
তাই ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শান্ত বললেন, প্রয়োজনের তুলনায় কম রানই করেছেন তারা।
“আমার মতে, উইকেট খুব খুব ভালো। কিছুটা মন্থর। তবে আমাদের অন্তত ১৭০ রান করা উচিত ছিল। আমাদের এটাই মনে হয়েছে।”
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং অর্ডারে কিছুটা পরিবর্তন আনে বাংলাদেশ। টপ-অর্ডার ঠিক রেখে চার নম্বরে নামিয়ে দেওয়া হয় রিশাদ হোসেনকে। পরে সাকিব আল হাসান নামের ছয় নম্বরে। মাহমুদউল্লাহ খেলেন তার পরে। কোনো সিদ্ধান্তই কাজে লাগেনি। তিন জনের কেউই তেমন রান করতে পারেননি।
ব্যাটিং অর্ডার বদলে রিশাদকে চারে উন্নীত করার কারণ ব্যাখ্যা করেন শান্ত।
“এমন দলের বিপক্ষে খেলতে হলে আমাদের কিছু জুয়া খেলতে হতো। আজকে যেমন রিশাদ ৪ নম্বরে নামল কারণ জ্যাম্পা বোলিং করছিল। আমরা জানি রিশাদ স্পিনে খুব ভালো। তবে আজকে তা কাজে লাগাতে পারেনি। এমন হতেই পারে। তবে আমরা ভিন্ন কিছু চেষ্টা করেছি আজকে।”
অন্যদের ব্যর্থতার দিনে তিন নম্বরে নেমে শান্ত খেলেন ৩৬ বলে ৪১ রানের ইনিংস। প্রথম ওভারে তানজিদ হাসানের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে লিটন কুমার দাসের সঙ্গে গড়েন ৫৮ রানের জুটি। আর পাঁচে নামা তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে ২৮ বলে ৪০ রান।
ম্যাচ হারলেও ব্যাটিংয়ের এসব ছোট ছোট বিষয়ে উন্নতি দেখেন বাংলাদেশ অধিনায়ক।
“আজ টপ-অর্ডারের সবাই রান পেয়েছে, এটি গুরুত্বপূর্ণ ছিল। গত কয়েক দিনে আমরা এই জায়গায় ভুগছিলাম। তো আজকে আমরা ভালো শুরু পেয়েছি। বোলিং বিভাগ সবশেষ ২-৩ সিরিজ ধরে খুব ভালো করছে। এই বিশ্বকাপেও তারা ভালো করেছে। আমি আশা করি তারা এই ছন্দ ধরে রাখবে এবং ভারতের বিপক্ষে আমরা ভালো ম্যাচ খেলব।”
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]