কোপা আমেরিকা: উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন যারা
প্রকাশ : ২০ জুন ২০২৪, ১৯:৪২
কোপা আমেরিকা: উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন যারা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

অনেক অপেক্ষার পর পর্দা উঠতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ খ্যাত ‘কোপা আমেরিকা’ টুর্নামেন্ট। ৪৮তম আসরের উদ্বোধনী ম্যাচে নামবে আর্জেন্টিনার ও কানাডা। এর আগে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।


শুক্রবার (২১ জুন) জর্জিয়ার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আর্জেন্টিনা-কানাডার ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।


ম্যাচের ১ ঘণ্টা বা ৩০ মিনিট আগে শুরু হবে কোপা আমেরিকার উদ্বোধনী অনুষ্ঠান। সেই হিসেবে বাংলাদেশ সময় সকাল ৫টা অথবা সাড়ে ৫টায় শুরু হবে এই অনুষ্ঠান।


উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন নয় বারের লাতিন গ্র্যামি মনোনীত এবং বর্তমানে লাতিন সংগীতের জনপ্রিয় শিল্পী ফেইড। এর আগে থাকবে ‘ফেরক্সো’ এর একটি দুর্দান্ত পারফরম্যান্স।


দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) এবং উত্তর, মধ্য আমেরিকান এবং ক্যারিবিয়ান ফুটবল কনফেডারেশনের (কনকাকাফ) যৌথ্য উদ্যোগে আমেরিকায় দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে শতবর্ষী এই টুর্নামেন্ট।


কনকাকাফ অঞ্চলের ৬ আর কনমেবলের ১০ সর্বমোট ১৬ দল নিয়ে হচ্ছে এবারের আসর। তবে টুর্নামেন্টের সব থেকে শক্তিশালী দল হলো আর্জেন্টিনা এবং ব্রাজিল।


ভারতীয় উপমহাদেশে কোপা আমেরিকা প্রচারের স্বত্ব পেয়েছে সনি নেটওয়ার্ক। কাজে সনি নেটওয়ার্কের স্পোর্টস চ্যানেলে দেখা যাবে কোপা আমেরিকার উদ্বোধনী অনুষ্ঠান।


এদিকে সনি ছাড়া বাংলাদেশের দর্শকরা কোপার ম্যাচ দেখতে পাবেন টি স্পোর্টস চ্যানেলে। এ ছাড়া টি স্পোর্টস অ্যাপ এবং ওয়েবেও দেখা যাবে কোপার ম্যাচ।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com