বাংলাদেশ-ভারত সিরিজের সূচি প্রকাশ
প্রকাশ : ২০ জুন ২০২৪, ১৮:৩৬
বাংলাদেশ-ভারত সিরিজের সূচি প্রকাশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ-ভারত সিরিজের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।


চলতি বছরের সেপ্টেম্বরে ভারত সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিকদের বিরুদ্ধে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আফগানিস্তান এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপরই ভারত সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল।



ভারতে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি পাঁচটি ভেন্যুতে খেলবে টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট দুটি হবে যথাক্রমে চেন্নাই ও কানপুরে। তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ধর্মশালা, দিল্লি ও হায়দরাবাদ।


সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে ১৯ জুন। এরপত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ২৭ সেপ্টেম্বর কানপুরে খেলতে নামবে শান্তরা। টেস্ট সিরিজ শেষে পাঁচ দিনের বিশ্রাম শেষে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। ৬ অক্টোবর ধর্মশালায় মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুই ম্যাচে হবে ৯ ও ১২ অক্টোবর। দ্বিতীয় ম্যাচ দিল্লি এবং শেষ টি-টোয়েন্টি হবে হায়দরাবাদে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com