সুপার এইট নিশ্চিতে ভোরে মাঠে নামছে বাংলাদেশ
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ১৯:৩১
সুপার এইট নিশ্চিতে ভোরে মাঠে নামছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

টি-টোয়েন্টি বিশ্বকাপের সাত দলের সুপার এইট চূড়ান্ত। শেষ দল হিসেবে বাংলাদেশের সম্ভাবনা সবথেকে বেশি। আর সেই সম্ভাবনাকে নিশ্চিত করতে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।


সোমবার (১৭ জুন) ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে নেপালের মোকাবেলা করবে টাইগাররা।


ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তানজিম হাসান সাকিবও অবশ্য তেমনটাই জানিয়েছেন। টাইগার এই পেসার বলেন, প্রত্যেক ম্যাচই আমরা জেতার জন্য খেলি, এই ম্যাচও জেতার জন্য খেলব। আগের ম্যাচে যারা রান করেনি আশা করি এই ম্যাচে রান করে আত্মবিশ্বাস ফিরে পাবে। আমরা চেষ্টা করব উইকেট টু উইকেট বল করার আর সুপার এইটের আত্মবিশ্বাস কুড়িয়ে নেওয়ার। এদিকেই মনোযোগ থাকবে।


নেপালকে অবশ্য ছোট করে দেখছেন না সাকিব, এটা মোটেও চাপের কিছু না। আমরা আমাদের শতভাগ দিব, সেরাটা চেষ্টা করব। টি-টোয়েন্টি ক্রিকেটে ছোট দল, বড় দল নেই। প্রত্যেককে সমানভাবে দেখার চেষ্টা করি। মাত্র ২০ ওভারের খেলা, কখন মোমেন্টাম বদলে যায় কেউ বলতে পারে না। আমরা প্রত্যেক দলকেই সমানভাবে নেওয়ার চেষ্টা করি। প্রতিপক্ষ যে-ই হোক একইভাবে খেলার চেষ্টা করব।


দলের ব্যাটাররা ফর্মে নেই তবে সতীর্থদের ওপর বিশ্বাস রেখে সাকিব বলেন, যাদের বিশ্বকাপের জন্য প্রস্তুত করা হয়েছে তারা বেস্ট চয়েস। তারা শতভাগ দিলে ইনশাআল্লাহ তারা খুব চেষ্টা করছে। হয়ত ২-১ জন রান পাচ্ছে না। আমি খুব বিশ্বাস করি, খুব তাড়াতাড়ি রানে ফিরবে। এটা দলের বিশ্বাস, এই বিশ্বাস নিয়েই মাঠে নামি। আমাদের বিশ্বাস আছে কেউ না কেউ ভালো খেলে দিবে।


এর আগে নেপালের অধিনায়ক রোহিত পাউদেল বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের পারফরম্যান্সই বলে দিচ্ছে কেন আমরা এখানে। এই পারফরম্যান্স বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আত্মবিশ্বাস যোগাবে। আজ জিতলে বাংলাদেশ-নেপাল ম্যাচটা অনেকটা নকআউট গেম হয়ে যেত। শেষ ম্যাচে আমরা আমাদের গর্বের জন্য খেলব।


শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানের হারে টাইগাররা। পরে তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারায় শান্ত বাহিনী। এতে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সুপার এইটের দৌড়ে টিকে আছে লাল-সবুজের প্রতিনিধিরা।


এবারের বিশ্বকাপে সুপার এইটে খেলতে নেপালকে হারাতে হবে। কমপক্ষে এক পয়েন্টেও শেষ আটের সুযোগ থাকবে। এমনকি হারলেও সুযোগ থাকবে। এক্ষেত্রে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। তখন রান রেট বিবেচনায় দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে খেলবে টাইগাররা।


বর্তমানে ডাচদের চেয়ে রান রেটে এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশের ০ দশমিক ৪৭৮ নেট রান রেটের বিপরীতে ডাচদের নেট রানরেট মাইনাস শূন্য (০) দশমিক ৪০৮। তাই হিমালয়ের ছেলেদের কাছে হারলেও নেট রান রেটের তফাৎ যাতে বেশি না হয়, সেইদিকেও খেয়াল রাখতে হবে।


এর আগে, ২০০৭ বিশ্বকাপে সুপার এইটে উঠেছিল বাংলাদেশ। এরপর আর কোনো আসরেই প্রথম রাউন্ড টপকাতে পারেনি টাইগাররা। এবার বাংলাদেশের সামনে দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চে সুপার এইটে খেলার সুবর্ণ সুযোগ।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com