
সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান হকি ফেডারেশন কাপ (এএইচএফ) অনূর্ধ্ব-২১ নারী টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। মাঠে নেমেই জয় দিয়ে শুভ সূচনা করল লাল-সবুজের প্রতিনিধিরা। এতে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন অর্পিতা।
১৫ জুন, শনিবার নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৫-৪ গোলে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
খেলার প্রথম কোয়ার্টারে ১-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর বাংলাদেশ ১-১ করে। থাইল্যান্ড আবার ২-১ গোলে এগিয়ে গেলে বাংলাদেশ সমতা ফিরিয়ে ৩-২ গোলে এগিয়েও যায়। তৃতীয় কোয়ার্টার শেষ হয় ৪-৪ গোলে। শেষ কোয়ার্টারে পঞ্চম গোল করে দলের জয় নিশ্চিত করেন বাংলাদেশের কনা আক্তার। বাংলাদেশের বাকি ৪ গোলের একটি করে করেছেন ইমা ও ফাতেমা। মিডফিল্ডার অর্পিতা পাল করেছেন ২ গোল।
৭ দলের মেয়েদের বিভাগে লিগভিত্তিক খেলা হচ্ছে। যেখানে বাংলাদেশের সঙ্গী চায়নিজ তাইপে, হংকং, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামীকাল বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় হংকংয়ের সঙ্গে।
এই টুর্নামেন্টে বাংলাদেশ পুরুষ দলও অংশগ্রহণ করছে। আগের ফিকশ্চারে গতকাল বাংলাদেশ-কম্বোডিয়া ম্যাচ ছিল। পুরুষ বিভাগে কম্বোডিয়া নাম প্রত্যাহার করায় সূচির পরিবর্তন হয়েছে। আগামীকাল পুরুষ দল স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]