মালয়েশিয়ায় হাইজাম্পে রিতুর রৌপ্য জয়
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ১৭:১৩
মালয়েশিয়ায় হাইজাম্পে রিতুর রৌপ্য জয়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়ায় ওপেন অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে রৌপ্য পদক এনে দিয়েছেন রিতু আক্তার। হাইজাম্পে ১.৭৫ মিটার লাফিয়ে লাফিয়ে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের রেকর্ডধারী এই অ্যাথলেট।


১৪ জুন, শুক্রবার পাহাংয়ে দারুল মাকমুর কুয়াতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইজাম্প ইভেন্টে এই সাফল্য অর্জন করেন তিনি।


মেয়েদের হাইজাম্প ইভেন্টে ১০ দেশের ১৫ জন অ্যাথলেট অংশ নেন। লাল মধ্যে বাংলাদেশের রিতু দ্বিতীয় স্থান অধিকার করেছেন৷ লাল-সবুজের এ প্রতিনিধি ১.৭৫ মিটার লাফিয়ে এ পদক ছিনিয়ে নেন। এ ইভেন্টে রিতুর দখলে রয়েছে জাতীয় রেকর্ড। তার সেরা স্কোর ১.৭৬ মিটার। সর্বশেষ জাতীয় প্রতিযোগিতাতেই নতুন এই রেকর্ড করেন রিতু। আজ প্রতিযোগিতার প্রথম দিনে পাহাংয়ে দারুল মাকমুর কুয়াতন স্টেডিয়ামে ১০টি দেশের ১৫ অ্যাথলেটের বিরুদ্ধে লড়াই করে পদক পেয়ে বেজায় খুশি বাংলাদেশের এ অ্যাথলেট।


পদক জিতে উচ্ছ্বসিত ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার রিতু মালয়েশিয়া থেকে বলেন, 'উন্নত প্রশিক্ষণ পেলে আমি ভালো করব আশা করি।'


মালয়েশিয়া ওপেন অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্প্রিন্টার জহির রায়হানও দিয়ে যাচ্ছেন পদক জয়ের আভাস। ২০০ মিটার ইভেন্টের ৩য় হিটে জহির রায়হান ২২.২৬ সেকেন্ডের টাইমিং নিয়ে সেমিফাইনালে খেলার টিকিট নিজের করে নিয়েছেন।


আজ বিকেলেই ফাইনালে ওঠার জন্য লড়াই করার কথা রয়েছে তার। ২০০ ও ৪০০ মিটার দৌড় একই সময় হওয়ায় জহির ৪০০ মিটার থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। দেশে ৪০০ মিটারে জাতীয় রেকর্ডধারী জহির সম্প্রতি এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৪০০ মিটারে রুপা জিতেছেন। এশিয়ান ইনডোর গেমসে পদক জয়ী হাইজাম্পার মাহফুজুর রহমানও এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তিনি নিজের ইভেন্টে খেলবেন আজ।


৩০০০ মিটার স্টেপল চেজে অংশ নেবেন বাংলাদেশের দূরপাল্লার দৌড়বিদ আল আমিন। গৌরাঙ্গ রায় অংশ নিচ্ছেন হ্যামার থ্রোংয়ে। নাজমুল হোসেন খেলবেন ৪০০ মিটার হার্ডলসে। আর সৌরভ মিয়া লড়াই করবেন পোলভোল্ট ইভেন্টে। হ্যামার থ্রো, পোলভোল্টের মতো ইভেন্টগুলোতে সাধারণত বাংলাদেশের অ্যাথলেটদের খেলার সুযোগ মেলে না।


অ্যাথলেটিকসের এ আসরে বাংলাদেশের ৭ জন অ্যাথলেট অংশ নিতে যাচ্ছেন। তাদের মধ্যে ৫ জন বাংলাদেশ সেনাবাহিনীর। বাকি দুজন অ্যাথলেট বাংলাদেশ নৌবাহিনীর। দুই বাহিনীর খরচে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন অ্যাথলেটরা। অ্যাথলেটদের আন্তর্জাতিক আসরে আরও বেশি অংশ নেওয়ার সুযোগ করে দিতেই দুই বাহিনীর এই উদ্যোগ।


বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব এ নিয়ে বলেন, আগামী অক্টোবরে চেন্নাইয়ে দক্ষিণ এশিয়ান অ্যাথলেটিকস হতে পারে। নভেম্বরে হংকংয়ে এশিয়ান ইনডোর আছে। এই দুটি প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবেই মালয়েশিয়ায় দল পাঠানো হয়েছে। প্রথম দিনে রিতুর রুপা জয় খুবই আশাব্যঞ্জক। আশা করি অন্যরাও ভালো কিছু করবে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com