
জমে উঠেছে টি-২০ বিশ্বকাপের নবম আসরের লড়াই। যেখানে সুপার এইটে ওঠার লড়াইয়ে প্রতিনিয়ত একে অপরকে টেক্কা দিচ্ছে প্রতিটি দল। আজ সুপার এইটের সমীকরণ সহজ করতে মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস ও বাংলাদেশ। সুপার এইট নিশ্চিত করতে চাইলে টাইগারদের আজ জয়ের প্রয়োজন। এমন ম্যাচে শুরুতেই উইকেট হারালেও সাকিবের ব্যাটে এগোচ্ছে লাল-সবুজরা।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই ছন্দে নেই নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। বিশ্বকাপেও ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছেন এই দুই ক্রিকেটার। নেদারল্যান্ডসের বিপক্ষেও রানের দেখা পাননি লিটন-শান্ত। শুরুতেই তাদের বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে তানজিদ হাসান তামিম ও সাকিব আল হাসানের ব্যাটে চাপ সামাল দিয়েছে টাইগাররা।
১৩ জুন, বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের আর্নোস ভ্যালে গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরে যান শান্ত। ৩ বলে ১ রান করেন তিনি।
শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন লিটন দাস। তাকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন তানজিদ হাসান তামিম। তবে দলীয় ২৩ রানে ২ বলে ১ রান করে আউট হন লিটন। তার বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ।
এরপর ক্রিজে আসা সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন তানজিদ তামিম। ডাচ বোলারদের ওপর চড়াও হন সাকিব। ৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]