
সুপার এইটে উঠার লক্ষ্যে আয়ারল্যান্ডসের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেলো বাংলাদেশ। আরো একবার দলকে ব্যাট হাতে নেতৃত্ব দিতে ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। ইনিংস উদ্বোধন করতে নেমে গা গরম হবার আগেই ফিরেছেন তিনি। ১.২ ওভারেই প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ।
ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যাওয়ার আগে ৩ বলে ১ রান করেন তিনি।
বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলছে বাংলাদেশ। যেখানে টসে হেরে ব্যাট করছে টাইগাররা। খেলা শুরু হয় ৮টা ৪৫ মিনিটে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভারে এক উইকেট হারিয়ে ২৩ রান। ব্যাটিংয়ে আছেন তানজিদ হাসান তামিম অপরাজিত ১৩ ও লিটন কুমার দাস ১ বলে ১ রানে।
এর আগে বৃহস্পতিবার (১৩ জুন) ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রানাডাইসে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আয়ারল্যান্ড।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]