টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ২১:০১
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সুপার এইটে ওঠার পথকে মসৃণ করার ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে অনুষ্ঠেয় এই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস।


প্রথম দুই ম্যাচ থেকে ২ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে নেদারল্যান্ডসও সমান সংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট পেয়েছে। তবে নেট রান রেটে কিছুটা পিছিয়ে ডাচরা। সুপার এইটের পথে এগিয়ে যেতে দুই দলের জন্যই এই ম্যাচে জয় সমান গুরুত্বপূর্ণ।


১৩ জুন, বৃহস্পতিবার কিংসটনের স্থানীয় সময় সকাল ১০টায় টস হওয়ার কথা ছিল। তবে টসের ঠিক আগ মুহূর্তে হানা দেয় বৃষ্টি। অবশ্য সেটা ভারী কোনো বৃষ্টি না। আকাশে যে খুব বেশি মেঘ আছে তাও কিন্তু নয়। তবে এই বৃষ্টির জন্য টসে কিছুটা বিলম্ব হলো। টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত আটটায়। সেটি হয়েছে আধ ঘণ্টা পিছিয়ে।


কিংসটাউনে টসে হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। বৃষ্টিস্নাত উইকেটে টস জিতে নেদারল্যান্ডস টসে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই ম্যাচের একাদশে কোনো বদল আনেনি বাংলাদেশ। আগের ম্যাচের দল নিয়েই খেলছে। টস পর্বে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, উইকেট দেখে মনে হয়েছে এটি বেশ ভালো উইকেট। এখানে আগে ব্যাটিং করতে তার কোনো সমস্যা নেই। তবে শুরুতে নতুন বলে ব্যাটারদের কিছুটা সাবধানী হতে হবে।


বাংলাদেশ অধিনায়ক আশা করেন, দক্ষিণ আফ্রিকা ম্যাচে লেগস্পিনার রিশাদ হোসেন বল হাতে যেমন পারফরমেন্স করেছিলেন, এই ম্যাচেও যেন সেই ধারাবাহিকতা তিনি দেখাতে পারেন।


নেদারল্যান্ডস অধিনায়ক এডওয়ার্ডস জানান, কিংসটাউনের উইকেট এবং কন্ডিশন সম্পর্কে তার তেমন ধারনা নেই। তবে এই ম্যাচ জেতার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালাবে। আগের ম্যাচের একাদশ থেকে একটি বদল নিয়ে নেমেছে নেদারল্যান্ডস। তেজা নিদামানুরুর জায়গায় খেলছেন স্পিনার আরয়ান দত্ত।


বিশ্বকাপের আগে টি-টোয়েন্টিতে বেশ নড়বড়ে ছিল বাংলাদেশের অবস্থা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারতে হয়েছে সিরিজ। প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষেও পাত্তা পায়নি দলটি। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে যেন উজ্জীবিত হয়ে ওঠেন নাজমুল হোসেন শান্তরা। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তীরে গিয়ে ডুবেছে তরী।


অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে শুভসূচনা করে নেদারল্যান্ডসও। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মতোই হারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আজ যেই দল জিতবে সুপার এইটের পথে তারাই নিজেদের জায়গা পোক্ত করবে।


নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টিতে এখনো পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে তিনবারই জয় পেয়েছে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবারের মুখোমুখি দেখায় শতভাগ জয় বাংলাদেশের। ২০২২ সালে সর্বশেষ এই সংস্করণে মুখোমুখি হয়েছিল দুই দল। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে ডাচদের ৯ রানে হারিয়েছিল সাকিব আল হাসানের দল।


তবে সব সংস্করণ হিসাব করলে সুখস্মৃতিটা ভালো নয় বাংলাদেশের। গত বছরের ওয়ানডে বিশ্বকাপে এই নেদারল্যান্ডসের বিপক্ষেই হেরে গিয়েছিল টাইগাররা। কলকাতার ইডেন গার্ডেন্সের সেই ম্যাচে বাংলাদেশকে ৮৭ রানের বড় ব্যবধানে হারিয়েছিল দলটি।


দুই দলের একাদশ


বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।


নেদারল্যান্ডস: মাইকেল লেভিট, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, সিব্রান্ড এঙ্গেলব্রেখট, বাস ডি লিডি, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), আরিয়ান দত্ত, লোগান ফন বিক, টিম প্রিঙ্গল, পল ফন মিকেরেন ও ভিভিয়ান কিংমা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com