চোটের কাছে হার মানলেন ডি ইয়ং
প্রকাশ : ১১ জুন ২০২৪, ১০:৫৪
চোটের কাছে হার মানলেন ডি ইয়ং
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সেরেছে নেদারল্যান্ডস। তবে ডাচদের এই আনন্দ অনেকটাই মাটি হয়ে গেছে ফ্রেংকি ডি ইয়ংয়ের ছিটকে যাওয়ার খবরে। চোটের কাছে হার মেনে ইউরোপ শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন বার্সেলোনার এই প্লেমেকার।


ইউরোর আগে নিজেদের শেষ ম্যাচে সোমবার (১০ জুন) রাতে ৪-০ গোলে জিতেছে নেদারল্যান্ডস।


অ্যাঙ্কেলে একের পর এক চোট মৌসুম জুড়ে ভোগাচ্ছে ডি ইয়ংকে। তবু অভাবনীয় কিছুর আশায় তাকে দলে রেখেছিলেন কোচ রোনাল্ড কুমান। সেই আশা পূরণ হয়নি। সোমবার চিকিৎসকরা জানান, যথা সময়ে বার্সেলোনা মিডফিল্ডারের সেরে ওঠার কোনো সম্ভাবনা নেই।


এক সপ্তাহ একা অনুশীলন করার পর রবিবার প্রথমবারের মতো দলীয় অনুশীলনের চেষ্টা করেন ডি ইয়ং। ম্যাচ খেলার মতো পর্যায়ে যেতে আরও অনেক দিন অপেক্ষা করতে হবে তাকে।


আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে ডি ইয়ংয়ের ছিটকে যাওয়ার খবর প্রকাশ করা হয়। কোচ কুমান জানান, এর কয়েক ঘণ্টা আগেই এটি জেনে খেলোয়াড়দের জানিয়েছিলেন তিনি।


“পরীক্ষায় দেখা গেছে, সে এখনও ওই কাজগুলো করতে পারে না, যেগুলো তার করতে পারা উচিত। প্রতিবার অনুশীলনের পর তার অ্যাঙ্কেলে সমস্যা হয়। এতে এই উপসংহারে পৌঁছানো যায় যে, আগামী তিন সপ্তাহে সে শতভাগ ফিট থাকবে না। আমি আগে থেকেই বুঝেছিলাম (ডি গ্রুপের প্রথম ম্যাচে) পোল্যান্ডের বিপক্ষে তার খেলা কঠিন হবে।”


ইউরো থেকে ছিটকে যাওয়ার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ২৬ বছর বয়সী ডি ইয়ং।


“ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে থাকতে না পারায় আমি বিষণ্ন ও হতাশ। আমাদের পক্ষে যা করা সম্ভব, সবই আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে করেছি। দুর্ভাগ্যজনকভাবে আমার অ্যাঙ্কেলের আরও সময় প্রয়োজন।”


“কোনো টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করা, কমলা জার্সি পরা, জাতীয় সঙ্গীত গাওয়া এবং পুরো দেশের সমর্থন অনুভব করা স্বপ্ন ও সর্বোচ্চ সম্মানের। কিন্তু এখন, আর সব অরেঞ্জ আর্মির মতো পার্শ্বরেখা থেকে দলের জন্য উল্লাস করব। এগিয়ে যাও ছেলেরা।”


আগামী রবিবার পোল্যান্ডের বিপক্ষে ইউরোয় নিজেদের প্রথম ম্যাচ খেলবে ডাচরা। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ফ্রান্স ও অস্ট্রিয়া।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com