পাকিস্তান-ভারত ম্যাচের টিকিট মূল্য পৌনে তিন কোটি টাকা!
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ১৯:১০
পাকিস্তান-ভারত ম্যাচের টিকিট মূল্য পৌনে তিন কোটি টাকা!
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বের যে কোন প্রান্তেই ভারত-পাকিস্তান ম্যাচ হোক না কেন, তা ঘিরে আলাদা আবেগ কাজ করবেই। দুই দেশের ম্যাচ ঘিরে মানুষের মধ্যে আবেগ কতটা কাজ করে তা টের পাওয়া যায় ম্যাচ টিকিট বিক্রির সময়ে। ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানোর আগেই যেন ভেঙেচুরে দিচ্ছে সব রেকর্ড। এবার রেকর্ড সংখ্যক দামে বিক্রি হয়েছে এই ম্যাচের টিকিট। কেনোইবা হবে না? টি২০ বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ যে আজ।


ইতোমধ্যেই ম্যাচের সমস্ত টিকিট শেষ। তবে তাজ্জব করা ঘটনাটি ঘটেছে এর পরে। এই ম্যাচে টিকিট এবার ‘রিসেল’ অর্থাৎ পুনরায় বিক্রির জন্য ছাড়া হয়েছে। যেখানে এই মহারণের এক টিকিটের দাম চাওয়া হয়েছে ১ লক্ষ ৭৫ হাজার ৪০০ মার্কিন ডলার। ভারতীয় রুপিতে হিসাব করলে ১.৪৬ কোটি যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় পৌনে ৩ কোটি টাকার কাছাকাছি।


শনিবার টিকিট রিসেলিং ওয়েবসাইট স্টাটহাবের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।


প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচের জন্য এক টিকেটের দাম চাওয়া হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪০০ মার্কিন ডলার বা (১.৪৬ কোটি রুপি)। এর মানে এই নয় যে টিকিটটি সেই মূল্যে বিক্রি হবে - এটি কেবল বিক্রেতা চয়েছেন।


নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট রোববার রাত সাড়ে ৮টায় চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের এক ম্যাচে মুখোমুখি হবে রোহিত শর্মার ভারত ও বাবর আজমের পাকিস্তান।


সেই উচ্চ মূল্যের রহস্যকে আরও জটিল করেছে সেকশন ২৫২ এর ২০ নম্বর রো‍‍’র ৩০ নম্বর সিটটি।যে টিকিট রিসেল‌ বাজারে ছাড়া হয়েছে, সেই টিকিটটির ওই অবিশ্বাস্য মূল্য নির্ধারণ করা হয়েছে। রিসেল মার্কেট স্টাবহাবে ওই টিকিটটির মূল্য ধার্য করা হয়েছে ১,৭৫,৪০০ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৭৪ লাখ টাকা।


আসন্ন ভারত-মার্কিন ম্যাচের টিকিটের নির্ধারণ করা হয়েছে প্রিমিয়ামের জন্য ৩০০ মার্কিন ডলার। প্রিমিয়াম ক্লাব লাউঞ্জের জন্য ১০০০ কাবানাসের জন্য ১৩৫০ এবং ডায়মন্ড ক্লাবের জন্য ৭৫০০ ডলার।


আইসিসি জানিয়েছে, ৩৪ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ২০০ গুণ বেশি।


যারা ব্যালটে টিকিট পেয়েছিলেন, বা ফেব্রুয়ারিতে এবং এপ্রিলে খোলা অনলাইন বিক্রির মাধ্যমে টিকিট পেয়েছেন তাদের মধ্যে কেউ কেউ রিসেলিং বিক্রির বাজারে উচ্চমূল্যে অর্থ উপার্জনের চেষ্টা করছেন।


উল্লেখ, স্টাটহাবের দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল টিকেটের দাম চাওয়া হয়েছে ১০১ নং সেকশনে। যেখানে টিকেটের দাম হাঁকা হয়েছে ১৮ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ২১ লাখেরও বেশি।


মূলত যুক্তরাষ্ট্রে এই স্টাবহাবে এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান এবং ক্রীড়ার অনুষ্ঠানের বিভিন্ন টিকিট রিসেল করা হয়। যা আইনত সিদ্ধ। এই টাকাতেই যে টিকিটটি বিক্রি হবে তার কোন মানে নেই। ওই দামে টিকিটের মালিক বিক্রি করতে চেয়েছেন। যদি কেউ এর থেকে বেশি দাম দিতে পারে তাহলে ওই টিকিটটি তাকেই দেয়া হবে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com