টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারত-পাকিস্তানের সম্ভাব্য একাদশ
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ১৭:২৪
টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারত-পাকিস্তানের সম্ভাব্য একাদশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্ব ক্রিকেটের দুই হেভিওয়েট চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত–পাকিস্তানের মহারণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান শুরুটা করেছে হোঁচট খেয়ে, তাই প্রতিপক্ষ যেই থাকুক তাদের জয় ভিন্ন অন্য কিছু ভাবার সুযোগ নেই। অন্যদিকে, প্রথম ম্যাচে জয় পাওয়া ভারত রোমাঞ্চকর এই লড়াইয়েও অবশ্যই অপরাজেয় থাকার লক্ষ্যে নামবে।


স্থানীয় সময় রবিবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি মাঠে গড়াবে ৯ জুন, সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।


চোটের কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে পারেননি ইমাদ ওয়াসিম। তবে সেই চোট কাটিয়ে এখন তিনি পুরোপুরি ফিট। তাই আজকের ম্যাচে তার খেলা অনেকটাই নিশ্চিত। ইমাদ ফেরায় নিশ্চিতভাবেই পরিবর্তন আসতে যাচ্ছে পাকিস্তানের একাদশে।


গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়তে পারেন আজম খান। তার সাম্প্রতিক ফর্ম খুবই বাজে। পাকিস্তানের হয়ে ১৪ ম্যাচ খেলে শূন্য রানেই আউট হয়েছেন চারবার। রান করেছেন মাত্র ৮ গড়ে। তাছাড়া উসমান খানের পারফরম্যান্সও খুব একটা ভালো না। তবে টিম ম্যানেজমেন্ট হয়তোবা তাকে আরও কিছুটা সময় দিতে পারে।


বোলিংয়ে পরিবর্তন আসার সম্ভাবনা খুব একটা নেই। তবে উইকেট স্পিন বান্ধব হলে হয়তোবা তিন পেসার নিয়ে খেলতে পারে পাকিস্তান। সেক্ষেত্রে বাদ পড়তেব পারেন হারিস রউফ।


এদিকে ভারতের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। যদি উইকেট অনেক বেশি স্পিন বান্ধব হয় তাহলে অক্ষর প্যাটেলের জায়গায় কুলদ্বিপ যাদবকে দেখা যেতে পারে।


পাকিস্তানের সম্ভাব্য একাদশ-
মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রউফ, নাসিম শাহ।


ভারতের সম্ভাব্য একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, আর্শদ্বিপ সিং, মোহাম্মদ সিরাজ।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com