
ক্যারিয়ারে প্রথমবারের মত গ্র্যান্ডস্লামের ফাইনালে ওঠেছিলেন ইয়াজমিনে পাওলিনি। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে তার প্রতিপক্ষ ছিলেন নারী এককের এক নম্বর তারকা ইগা শিওয়াতেক। তবে শিওয়াতেকের বিপক্ষে শিরোপার লড়াইয়ে তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেননি ইতালিয়ান তরুণী। পাওলিনিকে উড়িয়ে টানা তৃতীয়বারের মত ফ্রেঞ্চ ওপেনের শিরোপা ঘরে তুলেছেন শিওয়াটেক।
পাওলিনির বিপক্ষে ম্যাচটি জিততে শিওয়াটেক সময় নিয়েছেন কেবল ১ ঘন্টা ৮ মিনিট। র্যাঙ্কিংয়ের ১ নম্বর তারকার বিপক্ষে শিরোপার লড়াইয়ে নেমে শুরুতে কয়েকবার এগিয়েই গিয়েছিলেন পাওলিনি। তবে এরপর আর ছাড় দেননি শিওয়াটেক।
দুর্দান্ত পারফর্ম্যান্সে পাওলিনিকে হারিয়ে শিরোপা ঘরে তুলেন শিওয়াটেক। এ নিয়ে রোলাঁ গারোতে টানা ২১টি ম্যাচ জিতলেন পোলিশ এই তারকা। সেই সঙ্গে রেকর্ডেও নাম লিখিয়েছেন হ্যাটট্রিক শিরোপাজয়ী ক্লে কোর্টের নতুন এই রাণী।
বেলজিয়ামের সাবেক তারকা জাস্টিন হেনিনের (২০০৫-০৭) পর নারী খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের নারী এককে হ্যাটট্রিক শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন তিনি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]