বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে যা বললেন হামজা
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০২:০০
বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে যা বললেন হামজা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বেশ কিছুদিন ধরেই বাংলাদেশি বংশোদ্ভুত ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরির লাল-সবুজ জার্সিতে খেলার বিষয়টি বেশ আলোচনায়। শিগগিরই জাতীয় দলের হয়ে খেলতে দেখা যেতে পারে তাকে। তাই তো নিয়মিতই বাংলাদেশ ফুটবলের খোঁজখবর রাখছেন তিনি।


বৃহস্পতিবার (৬ জুন) কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে লেস্টার সিটির এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার শুভকামনা জানিয়েছেন জামাল ভূঁইয়ার দলকে।


দেশে একটি গণমাধ্যমকে মুঠোফোনে দেয়া সাক্ষাৎকারে হামজা বলেছেন, ‘আমি জানি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ বৃহস্পতিবার। অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী দল, কিন্তু আমি নিশ্চিত ঘরের মাঠে বাংলাদেশ তাদের বিপক্ষে ভালো খেলবে। বাংলাদেশ দলকে আমার শুভকামনা।’


এদিকে বুধবার (৫ জুন) লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের কাজে গিয়েছিলেন হামজা। ওই বিষয়ে তিনি বলেন, ‘আমার বাবা ও মাকে সঙ্গে নিয়ে আজ (বুধবার) হাইকমিশনে গিয়েছি। প্রয়োজনীয় সব কাগজ জমা দিয়েছি। আশা করি, দু-এক সপ্তাহের মধ্যে বাংলাদেশি পাসপোর্ট হাতে পাব। হাইকমিশনে সবাই খুব সহযোগিতা করেছেন।’


এই বিষয়ে হামজার বাবা মোরশেদ দেওয়ান বলেছেন, ‘দ্রুততার সঙ্গে সবকিছু হয়ে যাওয়ায় হামজা খুব খুশি। ইনশাআল্লাহ, দু-এক সপ্তাহের মধ্যেই হয়তো হামজা পাসপোর্ট পেয়ে যাবে।’


হামজাকে বাংলাদেশ জাতীয় দলে খেলানোর প্রক্রিয়া চলছে আগে থেকেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার ও তার পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। ইংলিশ মৌসুম শেষ হওয়ার পর ছুটি কাটাতে ইংল্যান্ডের বাইরে যাওয়ায় এত দিন পাসপোর্টের কাজ থেমে ছিল। ইংল্যান্ডে ফিরে বুধবার পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র হাইকমিশনে জমা দিয়েছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।


গত মাসে এক সাক্ষাৎকারে হামজা বাংলাদেশে খেলার শতভাগ সম্ভাবনার কথা জানিয়ে বলেছিলেন, দেশের মানুষকে ভালোবেসেই তিনি বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে খেলতে চান।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com