ওয়ানডেতে তাসকিনের উইকেট সেঞ্চুরি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ২২:৩৪
ওয়ানডেতে তাসকিনের উইকেট সেঞ্চুরি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশি ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে ফরম্যাটে ১০০ উইকেট নেওয়ার মাইলফলক ছুঁয়েছেন তাসকিন আহমেদ। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এ মাইলফলক ছুঁয়েছেন তিনি। ১০০ উইকেট নিতে তাসকিনের লেগেছে মোট ৭২ ম্যাচ।


১৫ মার্চ, শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৮৭ রানের লক্ষ্যে শুরুটা খুব একটা ভাল হয়নি সফরকারীদের। শরিফুলের জোড়া আঘাতে ৫০ রানের আগেই ৩ উইকেট হারায় লঙ্কানরা। ইনিংসের দ্বিতীয় উইকেট গিয়েছিল তাসকিনের ভাগ্যে। ইনফর্ম কুশাল মেন্ডিসকে ফেরান এই পেসার।


এরপর সেঞ্চুরির পথে থাকা চারিথ আসালাঙ্কাকে ফেরান তাসকিন। ৯১ রানে তাসকিনের বলে আবারও উইকেটের পেছনে চলে যায় ক্যাচ। রিভিউ নিয়ে উইকেট পান তাসকিন। এরইমাধ্যমে পূরণ হয় ওয়ানডে ক্রিকেটে তার একশত উইকেট।


বাংলাদেশিদের মধ্যে তাসকিন ছাড়াও একশ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন আরও ৭ জন। তারা হলেন- সাকিব আল হাসান (৩১৭), মাশরাফী বিন মোর্ত্তজা (২৬৯), আবদুর রাজ্জাক (২০৭), মুস্তাফিজুর রহমান (১৬২), রুবেল হোসেন (১২৯), মোহাম্মদ রফিক (১১৯) ও মেহেদী হাসান মিরাজ (১০৪)।


একশ উইকেটের ঘরে পৌঁছতে তাসকিন ম্যাচ খেলেছেন ৭২টি। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে কম ৫৪ ম্যাচে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন মোস্তাফিজ। এরপর আছেন সাবেক স্পিনার আবদুর রাজ্জাক। তার ১০০ উইকেট ৬৯ ম্যাচে। মাশরাফি বিন মোর্তুজা ছুঁয়েছেন ৭৮ ম্যাচে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com