
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ান-ডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। এ দিন নিজের ক্যারিয়ারের ১২তম ফিফটি তুলে নিয়েছেন ওপেনার সৌম্য।একই সাথে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সৌম্য সরকার। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দশম ক্রিকেটার হিসেবে এই ক্লাবে প্রবেশ করেন বাঁহাতি এই ব্যাটার। ২ হাজার রান করতে ৬৮টি ম্যাচ খেলেছেন সৌম্য।
সৌম্যর আগে ২ হাজার রানের ক্লাবে প্রবেশ করা ৯ বাংলাদেশি ব্যাটার হলেন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোহাম্মদ আশরাফুল, লিটন দাস, ইমরুল কায়েস, শাহরিয়ার নাফিস ও হাবিবুল বাশার।
এর আগে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এসে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় বলে এসেই আউট হন লিটন দাস। টানা দ্বিতীয় ম্যাচে ডাক খেয়েছেন তিনি। এরপর শান্তকে সঙ্গে নিয়ে ৭৫ রানের দারুণ এক পার্টনারশিপ গড়েন সৌম্য। সেই জুটির সুবাদে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে বাংলাদেশ। শান্ত অবশ্য ফিরেছেন ফিফটির ঠিক আগে আগে। ৩৯ বলে ৪০ রান করে আউট হয়েছেন তিনি। এরপরেও টিকে ছিলেন সৌম্য। দলকে দিয়েছেন বড় রানের ভিত।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]