
টেস্ট ক্রিকেটের একটা চ্যালেঞ্জ আছে। আমি সেটা উপভোগ করেছি। কিন্তু আমি এখন শুধু সাদা বলের ক্রিকেট খেলতে চাই। অস্ট্রেলিয়ার হয়ে খেলাই আমার লক্ষ্য। সেটাকেই প্রাধান্য দেব। অবসরের পূর্বে এসব কথা বলেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার ম্যাথু ওয়েড।
টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেট লিগ শেফিল্ড শিল্ডের ফাইনাল ম্যাচটিই ওয়েডের শেষ ম্যাচ হবে। তবে রঙিন পোশাকে খেলা চালিয়ে যাবেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
ওয়েড বলেন, টেস্ট না খেলার জন্য সাদা বলের ক্রিকেটে আমি আরও শক্তিশালী হব। জিমে বেশি সময় দিতে পারব। সাদা বলের ক্রিকেটে বেশি দিন খেলতে পারব। সেই কারণেই টেস্ট থেকে অবসর নিচ্ছি।
এদিকে আগামী ২১-২৪ মার্চ পার্থে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে তাসমানিয়া। ম্যাচে অংশ নিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ম্যাচটি মিস করবেন ওয়েড, তা আগেই জানিয়েছিলেন। এবার জানালেন, এই ম্যাচের পর সাদা পোশাকে আর দেখা যাবে না তাকে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]