পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে শ্রীলঙ্কা ক্রিকেট দল
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৭
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে শ্রীলঙ্কা ক্রিকেট দল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামীকাল শুক্রবার (১ মার্চ) বাংলাদেশে আসার কথা ছিল শ্রীলঙ্কার। তবে তার একদিন আগেই ঢাকায় পা রেখেছে লঙ্কানরা। ২৭ জনের বহর নিয়ে ঢাকা থেকে এবার তাদের গন্তব্য সিলেট।


আগামী ৪ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই টি-টোয়েন্টি হবে ৬ ও ৯ মার্চ। প্রথম দুই ম্যাচ সন্ধ্যা ৬ টায় শুরু হলেও সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে বিকেল তিনটায়।


এরপর সেখান থেকে চট্টগ্রামে যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেখানে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৩ মার্চ বেলা ২ টা ৩০ মিনিটে প্রথম ওয়ানডে খেলতে নামবে দুই দল। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৫ ও ১৮ মার্চ। দুই ম্যাচ বেলা আড়াইটায় হলেও শেষ ওয়ানডে হবে সকাল ১০ টায়। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।


সাদা বলের ক্রিকেট শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২২-২৬ মার্চ। ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। দ্বিতীয় টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল।


এদিকে শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে আজ সিলেটে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ স্কোয়াডের একাংশের। আগামীকাল বিপিএলের ফাইনাল শেষে বাকি ক্রিকেটাররা দলে যোগ দেবেন।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com