ক্রিকইনফোর বর্ষসেরা বোলিংয়ের পুরস্কার জিতলেন মারুফা
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৭
ক্রিকইনফোর বর্ষসেরা বোলিংয়ের পুরস্কার জিতলেন মারুফা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্রিকইনফোর ২০২৩ সালের নারী ওয়ানডেতে বর্ষসেরা বোলিংয়ের পুরস্কার জিতেছে বাংলাদেশের পেসার মারুফা।


ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের স্বাদ পায় বাংলাদেশ এই মারুফার হাত ধরেই। সে স্বাদ আস্বাদনের মূল কারিগর মারুফা আক্তার। বাংলাদেশ নন্দিনীর আগুনে বোলিংয়ে কাবু হয়েছিল ভারতের মেয়েরা। হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলায় ৭ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন মারুফা। মারুফার এই বোলিং ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর ২০২৩ সালের নারী ওয়ানডেতে বর্ষসেরা বোলিংয়ের পুরস্কার জিতে নিয়েছে।


ভারতের বিপক্ষে গত জুলাইয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী দল। সেই ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে (ডিএলএস) ভারতকে ৪০ রানে হারায় বাংলাদেশ। সেটাই নারীদের ক্রিকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। বাংলাদেশের সেই ঐতিহাসিক জয়ের ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন মারুফা।


মারুফার ওয়ানডে ও টি-টোয়েন্টি অভিষেক ২০২২ সালের ডিসেম্বরে। তবে ক্যারিয়ারের বেশির ভাগ ম্যাচই খেলেছেন ২০২৩ সালে। গত বছর আইসিসির বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের পুরস্কারেও মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশের এই পেসার। গত বছর মারুফা ওয়ানডে খেলেছেন ৯টি। যেখানে ৪.৫২ ইকোনমিতে নেন ১০টি উইকেট।


মেয়েদের সেরা ব্যাটিংয়ের পুরস্কারটা পেয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। নিউজিল্যান্ডের বিপক্ষে তার খেলা ১৪০ রানের ইনিংসই হয়েছে নারীদের ওয়ানডের সেরা ইনিংস।


ছেলেদের সেরা ওয়ানডে ব্যাটিং ও বোলিং পারফরম্যান্স বাছাই করতে অবশ্য ক্রিকইনফোকে খুব একটা বেগ পেতে হয়নি। গেল বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের ২০১ রানের অপরাজিত ইনিংসটিই সেরা ব্যাটিং পারফরম্যান্স নির্বাচিত হয়েছে। সেরা ওয়ানডে বোলিং পারফরম্যান্স হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে মোহাম্মদ শামির ৫৭ রানে নেওয়া ৭ উইকেট।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com