বিপিএল: রংপুরের বিপক্ষে বোলিংয়ে কুমিল্লা
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩২
বিপিএল: রংপুরের বিপক্ষে বোলিংয়ে কুমিল্লা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অধিনায়ক সোহানের ভাষায় রংপুর রাইডার্স উজ্জীবিত দল। টেবিলে শীর্ষ দুই স্থানে থাকা এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছ রংপুর। অন্যদিকে কুমিল্লার প্লে অফ খেলাও নিশ্চিত হয়েছে। দুটি পয়েন্ট তাদের দরকার সেরা দুইয়ে থাকা নিশ্চিতের জন্য।


এমন সমীকরণের মুখে টস জিতলেন লিটন দাস। নিয়েছেন আগে বোলিং করার সিদ্ধান্ত। টসের সময় মোস্তাফিজের ঢাকায় যাওয়ার কথা নিশ্চিত করেন তিনি। জানান, ঢাকায় পর্যবেক্ষণে থাকবেন ফিজ। সব ঠিক থাকলে কোয়ালিফায়ার পর্বে একাদশে দেখা যাবে তাকে।


রংপুর রাইডার্স একাদশ:
মুমিনুল হক, রনি তালুকদার, সাকিব আল হাসান, টম মুরস, শেখ মেহেদি হাসান, জিমি নিশাম, নুরুল হাসান সোহান (অধিনায়ক, কিপার), শামিম হোসেন, ইমরান তাহির, আবু হায়দার রনি, হাসান মাহমুদ।


কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ:
লিটন দাস (অধিনায়ক, কিপার), তৌহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মইন আলি, জাকের আলি, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, ম্যাথিউ ফোর্ডে, মুশফিক হাসান, রিশাদ হোসাইন, তানভির ইসলাম।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com