
চলমান বিপিএলে প্রায় প্রতিটি দলই ছয় থেকে সাতটা করে ম্যাচ খেলে ফেলেছে। তবে পয়েন্ট টেবিলের একদম তলানিতে রয়েছে দুর্দান্ত ঢাকা ও সিলেট স্ট্রাইকার্স। যেখানে সিলেটের এক মাত্র জয়টি এসেছে রাজধানীর দলটির বিপক্ষে। মিরপুরে আবারও মুখোমুখি হয়েছে দুই দল।
৭ ফেব্রুয়ারি, বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে দুর্দান্ত ঢাকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সিলেট স্ট্রাইকার্স। এই ম্যাচে মোসাদ্দেক হোসেন না থাকায় অধিনায়ক হিসেবে দায়িক্ব পালন পারছেন তাসকিন আহমেদ।
দুর্দান্ত ঢাকা একাদশ : সাইম আইয়ুব, মোহাম্মদ নাইম শেখ, তাসকিন আহমেদ (অধিনায়ক), সাইফ হাসান, সাব্বির হোসেন, ইরফান শুক্কুর (উইকেটকিপার), অ্যালেক্স রস, ওসমান কাদির, লাসিথ ক্রসপুলে, আরাফাত সানি ও শরিফুল ইসলাম।
সিলেট স্ট্রাইকার্স একাদশ : নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), জাকির হাসান (উইকেটকিপার), তানজিম হাসান সাকিব, আরিফুল হক, রায়ান বার্ল, হ্যারি টেক্টর, সামিত প্যাটেল, নাইম হাসান, রেজাউর রহমান রাজা ও বেনি হা্ওয়েল।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]