
বিপিএলের ২৩ তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শের-ই-বাংলায় ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।
৭ ফেব্রুয়ারি, বুধবার দুপুরে হোম অব ক্রিকেট মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকায় প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল খুলনা টাইগার্স। তবে সিলেট পর্ব ও ঢাকায় দ্বিতীয় পর্বের প্রথম দিনে জয় দিয়ে খুলনাকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে তারকাখচিত দল রংপুর রাইডার্স।
অন্যদিকে খুলনার পরই পয়েন্ট টেবিলে অবস্থান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ৫ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে তারা। আর সমান ম্যাচে ৪ জয়ে টেবিলের তিনে এনামুল হক বিজয়ের দল।
চলতি বিপিএলের পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দল দুটি।
খুলনা একাদশ : এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, আকবর আলী, ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, নাহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম, ওয়াসিম জুনিয়র, নাসুম আহমেদ।
কুমিল্লা একাদশ : মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), উইল জ্যাকস, লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, খুশদিল শাহ, আমির জামাল, জাকের আলী, তানভীর ইসলাম, আলিস ইসলাম, মোস্তাফিজুর রহমান।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]