
বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশ ক্রিকেট দলের একাধিক কোচের পদ শূন্য আছে। সেই পদ পূরণের জন্য গেল মাসে বিজ্ঞাপন দিয়েছিল বিসিবি। আর এই বিজ্ঞাপনের প্রেক্ষিতে ব্যাটিং কোচ হওয়ার জন্য আবেদন করেছেন বাংলাদেশ দলের সাবেক কোচ এবং বর্তমান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করা স্টুয়ার্ট ল।
ব্যাটিং কোচ হওয়ার জন্য বিসিবির কাছে আবেদন করার বিষয়টি দেশের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন ল।
৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে ইন্টারভিউয়ে বসার কথা রয়েছে তার।
স্টুয়ার্ট ল ছাড়া ব্যাটিং কোচ পদের জন্য আবেদন করেছেন সাবেক ক্রিকেটার তুষার ইমরান।
এদিকে, ব্যাটিং কোচের পাশাপাশি বোলিং কোচের জন্যও বিজ্ঞাপন দিয়েছে বিসিবি। বাংলাদেশ দলের পেস বোলিংয়ের দায়িত্ব নিতে আবেদন করেছেন তিন বিদেশি কোচ। যাঁদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার শন টেইট। বাকি দুজন নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামস ও ওয়েস্ট ইন্ডিজের কোরি কলিমোর। অ্যালান ডোনাল্ড চলে যাওয়ার পর বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের বোলিং কোচ কোরি কলিমোর কাজ করেছেন জাতীয় দলের সঙ্গে।
জানা গেছে, প্রথমে ব্যাটিং ও বোলিং কোচ নিয়োগ দেবে বিসিবি। এরপর সহকারী কোচ, স্পিন কোচ, পারফরম্যান্স অ্যানালিস্ট এবং স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নেয়ার প্রক্রিয়া শুরু হবে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]