ভারতের তৃতীয় সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান জয়সওয়াল
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩২
ভারতের তৃতীয় সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান জয়সওয়াল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি পূর্ণ করলেন ভারতীয় তরুণ ব্যাটার ইয়াশাবি জয়সওয়াল। এই মাইফলক ছুঁয়ে তিনি জায়গা করে নিলেন রেকর্ডবুকেও।ভারতের তৃতীয় সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান এখন জয়সওয়াল।


বিশাখাপাত্নাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে জয়সাওয়াল প্রথম দিনে হাঁকিয়েছেন শতক। ১৭৯ রানে অপরাজিত থেকে তিনি দিন শেষ করেছেন। দ্বিতীয় দিন খেলতে নেমেই দ্বিশতক পূর্ণ করলেন তরুণ এই ব্যাটার। দুইশ স্পর্শ করে নিজের সেই চিরচেনা উদযাপন করলেন। দুই হাত মেলে ধরে মুহূর্তটি সবার সামনে তুলে ধরলেন তিনি।


ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টেই দ্বিশতক পূর্ণ করা বড় একটি মাইলফলকও বটে। ২২ বছর ৩৬ দিন বয়সে ডাবল সেঞ্চুরি পূর্ণ করা এই ব্যাটারের চেয়ে কম বয়সে এমন অর্জন রয়েছে আর দুই ভারতীয় ব্যাটারের। ১৯৯৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২১ বছর ৩২ দিন বয়সে ডাবল সেঞ্চুরি করে তালিকার এক নম্বরে বিনোদ কাম্বলি। দুইয়ে থাকা সুনিল গাভাস্কার ক্যারিয়ারের প্রথম সিরিজেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিশতক হাঁকিয়েছেন। তখন তার বয়স ছিল ২১ বছর ২৭৭ দিন।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com