
এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। তবে ঢাকা পর্ব খেলা শেষে হঠাৎ দুবাইয়ে উড়াল দিয়েছেন পাক এই ক্রিকেটার। জানা গেছে, চলতি বিপিএলে আর দেখা যাবে না শোয়েব মালিককে।
মূলত পারিবারিক কারণেই চলে গেছেন পাকিস্তানি তারকা। জানা গেছে, গেল পরশু রাতেই দুবায়ের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন তিনি। এরপর সেখানে গিয়ে পারিবারিক সমস্যার কথা বরিশাল কর্তৃপক্ষকে অবহিত করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মালিক মিজানুর রহমান।
এদিকে, শোয়েব মালিকের জায়গায় নতুন করে কালই যোগ দিচ্ছেন পাকিস্তানি আরেক ক্রিকেটার আহমেদ শেহজাদ। এ ছাড়া ক্যারিবিয়ান ক্রিকেটার কাইল মায়ার্সকেও আনতে যাচ্ছে বরিশাল। দ্রতই যোগ দেবেন দলে।
ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ ও ফের বিয়ে করা ইস্যুতে কদিন ধরেই আলোচনায় আছেন শোয়েব মালিক। বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামার আগমুহূর্তে জানিয়েছিলেন তৃতীয় বিয়ের খবর। পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ের পর সমালোচনার মুখেও পড়েছেন তিনি। এসবের মাঝেই বিপিএল খেলতে নেমে ব্যাটেও তেমন রান পাননি।
ফরচুন বরিশালের হয়ে তিন ম্যাচে সর্বসাকুল্যে রান করেছেন ২৯। প্রথম ম্যাচে ১৭ করার পর, বাকি দুই ম্যাচে করেছেন ৫ ও ৭ রান। এ ছাড়া হাত ঘুরিয়ে এই তিন ম্যাচে তিনি পেয়েছেন একটি উইকেট।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]