তোরেসের হ্যাটট্রিকে বার্সেলোনার রোমাঞ্চকর জয়
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১৩:২২
তোরেসের হ্যাটট্রিকে বার্সেলোনার রোমাঞ্চকর জয়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আলমেরিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের বিতর্কিত জয়ের দিনে গতকাল রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। এ ম্যাচে শুরুতে দুই গোলে এগিয়ে গিয়েছিল জাভি হার্নান্দেজের দলই। তবে এরপরই দ্রুত বেতিসকে সমতায় ফেরান ইসকো। তবে শেষ মূহুর্তে ফেরান তোরেসের হ্যাটট্রিকে দারুণ এক জয় নিয়েই মাঠ ছেড়েছে বার্সা।


রিয়াল বেতিসের বিপক্ষে গতকাল প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের ২১ মিনিটে কাতালানদের হয়ে প্রথম গোলটি করেন তোরেস। পেদ্রির কাছ থেকে পাস পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন এই স্প্যানিয়ার্ড। এরপর বিরতির আগে আরও বেশ কয়েকবার গোল করার সুযোগ পেয়েছিলেন রবার্ট লেভানডভস্কিরা। তবে শেষ পর্যন্ত সুযোগ কাজে লাগাতে পারেননি তারা।


এদিকে বিরতির পরই আবারও বার্সার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন তোরেস। ম্যাচের ৪৮ মিনিটে দলকে এগিয়ে দেন তিনি। তবে দুই গোলে এগিয়ে যাওয়ার পর মূহুর্তেই বেতিসকে সমতায় ফেরান ইসকো, চার মিনিটের ব্যবধানে দুই গোল করেন তিনি। ৫৬ এবং ৫৯ মিনিটে ইসকোর জোড়া গোলে বেতিস সমতা ফেরে।


এদিকে এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করার পর নির্ধারিত সময়ে আর কোনো গোল করতে পারেনি কাতালানরা। তবে ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বার্সা আবার এগিয়ে যায় জাও ফেলিক্সের গোলে, আর তাকে এই গোলে সহায়তা করেন তোরেস। এর দুই মিনিট পরই তোরেসেরই গোলে ব্যবধান বাড়ায় বার্সা। কাতালান ক্লাবটির জার্সিতে নিজের ১০০তম ম্যাচে দারুণ এক গোলে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।


এই জয়ে ২০ ম্যাচে ১৩ জয় ও ৫ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com