
চলতি বছরের জানুয়ারির ১৯ তারিখে পর্দা উঠবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের। এবারের আসরটি অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। ১৬ দলের টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। চার গ্রুপ থেকে ১২ দল নিয়ে হবে দুই গ্রুপের সুপার সিক্স পর্ব। নিজেদের প্রথম ম্যাচে ২০ জানুয়ারি ৫ বারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
আসন্ন যুব বিশ্বকাপের ‘এ’ গ্রুপে রয়েছে জুনিয়র টাইগাররা। সেখানে ভারত ছাড়াও আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে আকবর-হৃদয়দের উত্তরসূরিরা। অন্যদিকে টুর্নামেন্টের গ্রুপ ‘বি’ তে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। গ্রুপ ‘সি’ তে আছে অস্ট্রেলিয়া, শ্রীলংকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। এ ছাড়া গ্রুপ ‘ডি’ তে আছে আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল।
বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের সময়সূচি-
শনিবার, ২০ জানুয়ারি
ভারত অনূর্ধ্ব ১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব ১৯
ব্লুমফন্টেইন, দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় দুপুর ২টা
মঙ্গলবার, ২২ জানুয়ারি
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বনাম আয়ারল্যান্ড অনূর্ধ্ব ১৯
ব্লুমফন্টেইন, দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় দুপুর ২টা
শুক্রবার, ২৬ জানুয়ারি
যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব ১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব ১৯
ব্লুমফন্টেইন, দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় দুপুর ২টা
বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল
মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ রাফি-উজ্জামান রাফি, মোহাম্মদ রোহান-তৌদ্দৌলা বর্ষণ, মোহাম্মদ ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিক, মারুফ মৃধা।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]