
২০ দিনের নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সঙ্গী প্রথমবারের মতো একটা ওয়ানডে জয় এবং একটা টি-টোয়েন্টি জয়। সেই সাথে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ ড্র করা।
সোমবার (১ জানুয়ারি) রাত ১০ টা ৪০ মিনিটে বাংলাদেশে অবতারণ করে বাংলাদেশ দলকে বহনকারী বিমান। সব ধরনের প্রক্রিয়া শেষ করে ক্রিকেটাররা বেরোন রাত সোয়া ১১ টায়।
টি-টোয়েন্টি সিরিজের সিরিজ সেরা দেশে ফিরে গণমাধ্যমকে সিরিজ সেরা হওয়ার অনূভুতি ব্যক্ত করে পেসার শরিফুল ইসলাম বলেন, কেবল তো মাত্র একজন হয়েছে। ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো অনেকেই হবে আশা করি। এখান থেকেই আমরা ঘুরে দাঁড়াবো। যে যার মতো চেষ্টা করবো যে কোনো কন্ডিশনে গেলে সেরাটা দেওয়ার৷ আলহামদুলিল্লাহ্ বছরটা ভালো গেল, বিপিএলে বুস্ট আপ করবে।
শুধুমাত্র ওয়ানডে দলের চার সদস্য উইকেটরক্ষক মুশফিকুর রহিম, দুই ওপেনার এনামুল হক বিজয়-তানজিদ হাসান তামিম এবং স্পিনার রাকিবুল হাসান ফিরেছেন ওয়ানডে সিরিজ শেষেই। টি-টোয়েন্টি সিরিজ শেষে ফেরেন বাকি সদস্যরা।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]