
বছরের শুরুতেই গোল আর পাল্টা গোলের লড়াই চলে লিভারপুল আর নিউক্যাসল ইউনাইটেডের। এদিন পুরো ম্যাচ লিভারপুলের দখলে থাকলেও ছাড় দেয়নি নিউক্যাসল ইউনাইটেড। তবে শেষ পর্যন্ত মোহাম্মদ সালাহর নৈপুণ্যে ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে অল রেডরা।
অ্যানফিল্ডে সোমবার (১ জানুয়ারি) রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসলকে ৪-২ গোলে হারিয়েছে লিভারপুল। অলরেডদের হয়ে জোড়া গোল করেছেন সালাহ। একটি করে গোল এসেছে কার্টিস জোন্স ও কোডি গাকপোর পা থেকে। নিউক্যাসলের হয়ে একটি করে গোল করেছেন অ্যালেক্সান্দার ইসাক ও সভেন বোটমান।
নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে লিভারপুল। দলটি পুরো ম্যাচে গোলের জন্য ৩৪টি শট নিয়েছে তার মধ্যে লক্ষ্যে ছিল ১৫টি। অন্যদিকে, নিউক্যাসল কেবল ৫টি শট নিয়েছে।
২০ ম্যাচে ১৩ জয় ও ৬ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৪৫। ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাস্টন ভিলা। ৪০ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান ম্যানচেস্টার সিটির। ২৯ পয়েন্ট নিয়ে নয়েই অবস্থান করছে নিউক্যাসল।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]