
জাতীয় দলের সাবেক বাঁহাতি পেসার জুনাইদ খানকে অনূর্ধ্ব-১৯ দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাকে রিহান রিয়াজের পরিবর্তে ক্রিকেটের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হয়েছে।
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় থেকেই পারিবারিক জরুরি কাজে দলের বাইরে ছিলেন রিহান। যে কারণেই নতুন কাউকে নিয়ে ভাবতে হয়েছে বোর্ডকে। আর নতুন কোচ হওয়ার দৌড়ে জুনাইদই পিসিবির দোরগোড়ায় পৌঁছেছেন সবার আগে।
এর আগে ইসলামাবাদ রিজিয়নের হেড কোচ হিসেবে কাজ করেছেন জুনাইদ। তার অধীনে ২০২৩-২৪ মৌসুমের হানিফ মোহাম্মদ ট্রফি জিতেছে ইসলামাবাদ।
২০১১ সালে অভিষেকের পর পাকিস্তানের হয়ে ১০৭ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জুনাইদ। দুর্দান্ত বোলিং করে ১৮৯টি উইকেট শিকার করেছেন ৩৪ বছর বয়সী এই বাঁহাতি পেসার।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]