
দক্ষিণ আফ্রিকার মাটিতে আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া যুবাদের বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন যুবাদের বিশ্বকাপকে সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আর বৈশ্বিক শিরোপা জয়ের এই মিশনে টাইগার যুবাদের নেতৃত্বের ভার থাকছে মাহফুজুর রহমান রাব্বির কাঁধে। এছাড়াও ৫ জন ক্রিকেটারকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।
রাব্বির অধিনায়কত্বেই প্রথম বারের মত এশিয়া কাপ জয় করে টাইগার যুবারা। তাই বিশ্বকাপেও তাঁর উপরেই আস্থা রাখছে টিম ম্যানেজম্যান্ট।
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হাত ধরে বেশ সাফল্য পেয়েছে দেশের ক্রিকেট। ২০২০ সালে যুবাদের বিশ্বকাপ জিতে প্রথম ইতিহাস রচনা করার পর এবার এশিয়া কাপও জিতেছে সাকিব-তামিমদের উত্তরসূরীরা।
বাংলাদেশের স্কোয়াড
মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরান্ন, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি, রহানাত দৌদুল্লাহ বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফ মৃধা।
স্ট্যান্ডবাই
নাঈম আহমেদ, রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভীর আহমেদ, একান্ত শেখ।
কদিন আগেই দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আরব আমিরাতকে হারিয়ে জিতে নিয়েছে যুবাদের এশিয়া কাপ শিরোপা। এবার পালা বিশ্বকাপ জয়ের।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]