উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার বৃত্তে বার্সেলোনা
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ১২:৫৪
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার বৃত্তে বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সব প্রতিযোগিতা মিলিয়ে গত তিন ম্যাচে একটিও জয়ের দেখা পায়নি বার্সা। নিজেদের মাঠ কিংবা প্রতিপক্ষের, সবখানেই খেল হোঁচট। লা লিগায় আগের ম্যাচ ডে’তে ঘরের মাঠে জিরোনার কাছে হালি খেয়ে হেরেছিল শাভি এর্নান্দেসের দল। এরপর চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের শেষ ম্যাচে এন্টওয়ার্পের কাছে হেরেছে ৩-২ গোলে। এবার হোঁচট খেল ভ্যালেন্সিয়ায়। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে কাতালান ক্লাবটি।


ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচজুড়ে ৬৪ শতাংশ বল দখলে রেখে ১৬টি শট নেয় বার্সেলোনা। যার মধ্যে লক্ষ্যে ৮টি, তবে জালের দেখা কেবল একবার।


১৬ ডিসেম্বর, শনিবার রাতে ভ্যালেন্সিয়ার মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা। একইসঙ্গে চলে মিসের মহড়া। প্রথমার্ধ শেষ হয় গোলশুন্য ব্যবধানেই।


তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় সফরকারীরা। ৫৫তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার পাস থেকে বল জালে জড়ান লোনে আসা জোয়াও ফেলিক্স। তবে বেশিক্ষণ সেই গোলের আনন্দে বার্সাকে মাততে দেয়নি স্বাগতিকরা। মিনিট পনেরো বাদেই গিয়ামনের গোলে সমতায় ফেরে ভ্যালেন্সিয়া।


এই ড্রয়ে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তিনেই থাকলো বার্সা। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা জিরোনার পয়েন্ট ৪১। ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com