শেষ মিনিটের গোলে আর্সেনালের দারুন জয়
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৫০
শেষ মিনিটের গোলে আর্সেনালের দারুন জয়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ম্যাচের অতিরিক্ত সময়ের ৬ মিনিটেও দুই দলের সমর্থকদের মধ্যে ছিল সমান উত্তেজনা। কারণ, তখনও ৩-৩ গোলে সমতায় ছিল আর্সেনাল-লুটন টাউন। এরপর পুরোপুরি বদলে যায় গ্যালারির চিত্র। ৭ মিনিটের (৯০+৭) মাথায় আর্সেনাল মিডফিল্ডার ডেকলান রিসির দুর্দান্ত হেডে লুটনের দর্শকদের নিস্তব্ধ করে ৪-৩ ব্যবধানের ম্যাচ জিতে নেয় আর্সেনাল। দ্য গানার্সদের সমর্থকরা তখন মত্ত বিজয়োল্লাসে।


শেষ মুহূর্তে ইংলিশ তারকার দুর্দান্ত গোলে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও মজবুত করলো আর্সেনাল। ৫ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো ক্লাবটি। ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল।


আওয়ে ম্যাচে আর্সেনালের হয়ে গোল উৎসবের শুরুটা করেছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টিনেলি। ম্যাচের ২০তম মিনিটের মাথায় বুকায়ো সাকার পাস থেকে বল নিয়ে লুটনের জালে জড়িয়ে দেন আর্সেনাল ফরোয়ার্ড।


এর মাত্র ৫ মিনিট পর গাব্রিয়েল ওসোর গোলে সমতায় ফেরে লুটন। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে আরেক ব্রাজিলিয়ান গাব্রিয়েল হেসুসের গোলে আবারও ২-১ এগিয়ে যায় দ্য গানার্সরা।


দ্বিতীয়ার্ধে নেমে ৪৯তম মিনিটে লুটনকে ২-২ গোলে সমতায় ফেরান ইলিজা এডেবায়ো। এর তো ৫৭তম মিনিটে রস বার্কলির গোলে ৩-২ ব্যবধানে এগিয়েই যায় লুটন।


তবে তিন মিনিট পরই আর্সেনালকে ৩-৩ গোলে সমতায় ফেরান কাই হ্যাভার্টজ। এরপর জয়সূচক গোল করতে মরিয়া হয়ে উঠে দুইদল। তবে শেষ হাসি ফুটে আর্সেনালের মুখেই। শেষ মুহূর্তের গোলে ম্যাচটি জিতে নেয় তারা।


ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ১৫ ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল এবং ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।


অপরদিকে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের নীচের দিক থেকে চতুর্থস্থানে রয়েছে লুটন টাউন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com