ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সহজ জয়
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১২:২৯
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সহজ জয়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইংলিশ প্রিমিয়ার লিগের জয়ের ধারা ধরে রাখলো ম্যানচেস্টার ইউনাইটেড। এভারটনের মাঠে গিয়ে তাদের একের পর এক আক্রমণ সামলে অনায়াস জয় তুলে নিলো এরিক টেন হাগের দল। এভারটনের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে ইংলিশ জায়ান্টরা।


বাংলাদেশ সময় রবিবার (২৬ নভেম্বর) ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ম্যানইউ। দর্শকরা বসতে না বসতেই গোল করে বসেন আলেসান্দ্রো গার্নাচো। দিয়োগো দালোতের বাড়ানো উঁচু ক্রস থেকে চোখে লেগে থাকার মতো দুর্দান্ত এক ওভারহেড কিকে জাল খুঁজে নেন আর্জেন্টাইন তরুণ।


গোল খাওয়ার পরও অবশ্য পাল্টা আক্রমণ চালানোর চেষ্টা করে যেতে থাকে এভারটন। তবে বারবার ইউনাইটেডের রক্ষণে এসে থামতে হয়ে তাদের। ম্যাচের ৩৩ মিনিটে ডমিনিক কালভার্ট-লেউইনের শট আন্দ্রে ওনানা ঠেকালেও হাতে রাখতে পারেননি। ফিরতি শটে ডিউইট ম্যাকনেইলের বল দারুণ স্লাইডে দিক ঘুরিয়ে দেন কবি মেইনো।


দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে ম্যানইউ। ৫৬তম মিনিটে বক্সের ভেতরে মার্সিয়ালকে ফাউল করে কার্ড দেখেন অ্যাশলে ইয়ং। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস র‌্যাশফোর্ড। ৭৫তম মিনিটে এভারটনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মার্সিয়াল।


এই জয়ে ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ইউনাইটেড। অবশ্য শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এখনও ৬ পয়েন্ট পিছিয়ে টুর্নামেন্টের সফলতম দলটি। এদিকে আর্থিক নিয়ম ভাঙায় ১০ পয়েন্ট কাটা যাওয়ার পর ১৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে আছে এভারটন।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com