সাকিবদের ব্যর্থতার কড়া সমালোচনায় আকরাম
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ২২:১১
সাকিবদের ব্যর্থতার কড়া সমালোচনায় আকরাম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এবার বিশ্বকাপ যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত একাধিক বিতর্কে জড়িয়েছিলেন ক্রিকেটাররা। সেসব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান।


২৫ নভেম্বর শনিবার বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আকরাম। এসময় সাকিবদের সমালোচনা করেছেন তিনি। ব্যর্থতার দায় দিয়েছেন বোর্ড কর্মকর্তাদেরও।


আকরাম বলেন, ‘আমার মনে হয় না বাংলাদেশ এর আগে এতো বাজে বিশ্বকাপ খেলেছে। ১৯৯৯ সালে আমরা ৬টা ম্যাচের মধ্যে ২টা জিতেছি। এবার আমাদের প্রত্যাশা বেশি ছিল। যেহেতু ভারতে খেলা, তাই পরিবেশও আমাদের মতো হবে। সেজন্য ওটা নিয়ে অনেক আশা ছিল । যেকোনো কারণেই হোক সেটি হয়নি।’


বিশ্ব আসরের শুরুর আগে কথার লড়াইয়ে মেতেছিল দুই সেরা ক্রিকেটার সাকিব-তামিম। এ বিষয়ে আকরাম বলেন, ‘সত্যি কথা বলতে অনেকে কথায় জিততে চায়। কিন্তু মাঠে পারফরম্যান্স ভালো হয় না। খেলোয়াড়দের উচিত মাঠে গিয়ে পারফর্মকরা। তা আমরা করতে পারিনি বলেই মাঠের বাইরে সবাই আলাপ-আলোচনায় ব্যস্ত। এটি আমাদের সবার বোঝা উচিত ছিল কারণ- বাংলাদেশ কিন্তু কোনো ব্যক্তির না।'


তিনি আরো বলেন, 'ভালো খেলতে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ জরুরি। এই দায়টা আমি মনে করি সবারই। সবাইকে সম্মান করতে হবে। এমনকি যারা যেকোনোভাবে খেলায় জড়িত আছে তাদের সম্মানটাও দেওয়া উচিত। যারা অনেকদিন ধরে খেলছে, তাদের তাদের সম্মানটা প্রাপ্য। এছাড়া যারা নতুন খেলোয়াড় আসছে, ওদের বোঝাতে হবে ওরা অনেক গুরুত্বপূর্ণ। ছোট-বড় সেটা বিষয় না। যদি কোনো সমস্যা হয় তাহলে বোর্ডে এসে কথা বলে সমাধান করা উচিত।’


এসময় দলের একাধিক ক্রিকেটার নষ্ট হয়েছেন বলেও অভিযোগ তোলেন তিনি। এর পেছনে দায়টা দিয়েছেন বোর্ড কর্তাদেরই। বোর্ড ক্রিকেটার কিংবা সংশ্লিষ্ট এর দায় এড়াতে পারে না। সুন্দর একটা দল কীভাবে নষ্ট হয়ে গেল সে প্রশ্নও রাখেন বিসিবির এই পরিচালক।


বিবার্তা/মাসুদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com