ব্যর্থ পাকিস্তান দল দেশে ফিরতেই বিমানবন্দরে ধাক্কাধাক্কি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ১৩:৪৩
ব্যর্থ পাকিস্তান দল দেশে ফিরতেই বিমানবন্দরে ধাক্কাধাক্কি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের মাটি থেকে বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফেরার স্বপ্ন ছিল পাকিস্তান ক্রিকেট দলের। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না। চ্যাম্পিয়ন হওয়া দূরের কথা, বাবর আজমের দল গ্রুপপর্ব পেরিয়ে সেমিফাইনালেই উঠতে পারেনি।


তাই ভারত থেকে ব্যর্থতার লজ্জা নিয়েই দেশে ফিরেছেন তারা। কলকাতা থেকে দুবাই হয়ে সোমবার (১৩ নভেম্বর) সকালে দেশে পা রেখেছে পাকিস্তান দল।


ক্রিকেটাররা বিমান থেকে নামতেই লাহোর বিমানবন্দরে শুরু হয় ধাক্কাধাক্কি। বাবর আজমরা তা থেকে কোনভাবে রক্ষা পান পুলিশের জন্য।


ভাবছেন বিশ্বকাপে দল ব্যর্থতার কারণে হয়তো পাকিস্তানি সমর্থকরা ক্রিকেটারদের ওপর ক্ষোভ ঝেরেছেন। কিন্তু আসল ঘটনা তা নয়। দল ব্যর্থ হলেও পাকিস্তানি সমর্থকরা ক্রিকেটারদের ওপর চড়াও হননি। অধিনায়ক বাবর আজমের ওপরও হতাশ নন পাকিস্তানি সমর্থকরা।


লাহোর বিমানবন্দরে ওই গণ্ডোগোল ও ধাক্কাধাক্কির কারণ অধিনায়ক বাবর আজমকে উষ্ণ অভ্যর্থনা জানানো। লাহোর বিমানবন্দরে সমর্থকদের জটলা-ধাক্কাধাক্কিটা বাবর আজমকে স্বাগত জানানো নিয়েই। অধিনায়ককে অভ্যর্থনা জানাতেই পাকিস্তানি সমর্থকরা হুমড়ি খেয়ে পড়েছিল।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com