আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ডাচরা
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ১৪:৫৩
আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ডাচরা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বকাপে দিনের একমাত্র ম্যাচে শুক্রবার (৩ নভেম্বর) মাঠে নেমেছে নেদারল্যান্ডস ও আফগানিস্তান। লখনৌয়ের ইকানা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ডাচ অধিনায়ক।


চলতি বিশ্বকাপে দুই দলেরই এখনো সুযোগ আছে সেমিফাইনালে ওঠার। তবে দুই দলের মধ্যে এগিয়ে আছে আফগানিস্তান। যেখানে ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের আটে অবস্থান করছে ডাচরা, সেখানে সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে রয়েছে আফগানরা। এই ম্যাচে হারলে ডাচদের বিশ্বকাপ মিশন প্রায় শেষ হয়ে যাবে। অপরদিকে আফগানরা এই ম্যাচটি জয় পেলে সেমিফাইনালের দিকে আরও একধাপ এগিয়ে যাবে।


এদিকে ডাচদের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে আফগানিস্তান। এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ৯ বার দেখা হয়েছে দুই দলের। এতে ৭ জয় আফগানদের। ২টি জিতেছে ডাচরা। নিরপেক্ষ ভেন্যুতে ৫টি ওয়ানডে খেলেছে দুই দল। এতে ৪ জয় আফগানিস্তানের। একটি জিতেছে নেদারল্যান্ডস।


এক পরিবর্তন নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে নেদারল্যান্ডস। বিক্রমজিত সিংয়ের জায়গায় দলে এসেছেন ওয়েসলি বারেসি। আফগান দলেও রয়েছে এক পরিবর্তন। নাভিন উল হকের জায়গায় দলে ফিরেছেন নূর আহমেদ।


আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী, নূর আহমদ।


নেদারল্যান্ডস একাদশ
ওয়েসলি বারেসি, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক/অধিনায়ক), বাস ডি লিড, সাকিব জুলফিকার, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকারেন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com