ইংল্যান্ড-পাকিস্তানের পর শ্রীলঙ্কা বধ করল আফগানরা
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ২২:৪৭
ইংল্যান্ড-পাকিস্তানের পর শ্রীলঙ্কা বধ করল আফগানরা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বকাপে একের পর এক রোমাঞ্চ ছড়িয়েই যাচ্ছে আফগানিরা। তৃতীয়বারের মত বিশ্বকাপে খেলতে এসেই প্রথম জয়ের দেখা পেয়েছে আফগানরা। সেটিও আবার বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। এরপর পাকিস্তানের বিপক্ষেও এসেছে স্বপ্নের জয়।


যুদ্ধবিধ্বস্ত দেশটি যে ক্রিকেটেও বিশ্ব মঞ্চে বড় দল হয়ে উঠছে সেটারই যেন জানান দিচ্ছে ভারতে অনুষ্ঠেয় ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে। সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারানোর পর আজ শ্রীলংকা বধ করল আফগানরা।


দুর্দান্ত বোলিংয়ে লঙ্কান ব্যাটারদের খুব বেশি দূর যেতে দেননি রশিদখান-মুজিব উর রহমানরা। জয়ের বাকি কাজটুকু সেরেছেন ব্যাটাররা। ৭ উইকেটের বড় জয়ে আসরে টিকে রইলো আফগানিস্তান।


৩০ অক্টোবর, সোমবার পুনেতে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৬০ বলে ৪৬ রান করেছেন নিশাঙ্কা। আফগানদের হয়ে ৩৪ রানে ৪ উইকেট শিকার করেছেন ফজল হক ফারুকী। জবাবে খেলতে নেমে ৪৫ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। আফগানদের হয়ে সর্বোচ্চ ৭৩ রান এসেছে আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাট থেকে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com