বাঁচা-মরার ম্যাচের আগেই দুঃসংবাদ পেল পাকিস্তান
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৯:৫৩
বাঁচা-মরার ম্যাচের আগেই দুঃসংবাদ পেল পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে অনুষ্ঠেঢ ওয়ানডে বিশ্বকাপে টানা তিন হারের পর যদি-কিন্তুর সমীকরণে এখনও সেমিফাইনালের দৌড়ে টিকে আছে পাকিস্তান। শেষ চারের স্বপ্ন জিইয়ে রাখতে বাকি চার ম্যাচের সবগুলোতেই জিততে হবে দ্য গ্রিন ম্যানদের।


পাশাপাশি অন্যদের হারও কামনা করতে হবে। এমন সমীকরণ সামনে রেখে শুক্রবার (২৭ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাবর আজমরা।


তবে বাঁচা-মরার এ ম্যাচের আগেই আরেকটি দুঃসংবাদ পাকিস্তান শিবিরে। এরই মধ্যে দুশ্চিন্তা বাড়িয়েছে হাসান আলির অসুস্থতা। এশিয়া কাপে চোট পেয়ে পেসার নাসিম শাহ ছিটকে যাওয়ায়, তার পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন হাসান।


তবে হঠাৎই পরশু রাতে রাতে অসুস্থ হয়ে পড়ায় গতকাল দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি। শঙ্কা জেগেছে প্রোটিয়াদের বিপক্ষে তার খেলা নিয়েও। তবে তার পরিবর্তে একাদশে দেখা যেতে পারে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট।


প্রতিবেদনে বলা হয়েছে, হাসান সেরে ওঠার পথে। পিসিবির মেডিকেল প্যানেল তাকে উপদেশ দিয়েছেন বিশ্রামে থাকার। বাকি ম্যাচগুলোর আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন তিনি। এমনটাই মত তাদের।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com