
ময়মনসিংহের গৌরীপুর ৩ দিন ব্যাপী কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষ্যে কৃষি অফিসের আঙ্গিনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৭ মে, মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল হাসিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ।
মেলায় উল্লেখযোগ্য স্টলগুলোর মধ্যে ছিল কন্দাল ফসল ব্যবস্থাপনা স্টল, খাদ্য প্রক্রিয়াজাত করন স্টল, জৈব কৃষি ও জৈব বালাই নাশক স্টল। কৃষক আবু বক্কর মিয়ার কুমিল্লা থেকে সংগ্রহ করা ১২ কেজি ওজনের বিশাল কাঁঠালি কচু, কৃষক সহিদুল ইসলামের ফাইজা এগ্রোর উৎপাদিত জৈব সার, জৈব কীটনাশক, উন্নত জাতের, অর্গানিক সরিষার তৈল, ভার্মি কম্পোজ, গ্রীষ্মকালীন নানা সবজির চারা প্রদর্শন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জলি জানান, এবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে গোল আলু ৪৫০ হেক্টর, মিষ্ট আলু ১০ হেক্টর, লতি কচু ১১৮ হেক্টর, মুখি কচু ৫ হেক্টর আবাদ করা হয়েছে।
বিবার্তা/হুমায়ুন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]