শেষ ১০ ওভারেই আমরা ম্যাচ হেরেছি : সাকিব
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ২০:৫৬
শেষ ১০ ওভারেই আমরা ম্যাচ হেরেছি : সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

শেষ ১০ ওভারে দক্ষিণ আফ্রিকার করা ১৪৪ রানেই ম্যাচ হেরে যায় বাংলাদেশ।


সাকিব বলেন, ‘আমরা প্রথম ২৫ ওভার ভালো বল করেছি। আমরা তিন উইকেট নিয়েছিলাম। তাদের রান রেট ৫এর মত ছিলো। এরপরই আমাদের ম্যাচ থেকে ছিটকে ফেলে তারা। সত্যিই ভালো ব্যাটিং করেছে ডি কক এবং ক্লাসেন যেভাবে শেষ করেছে তার উত্তর আমাদের কাছে ছিল না। এই ধরনের উইকেটে এমনটা হতে পারে কিন্তু আমাদের আরও ভালো বোলিং করা উচিত ছিল। শেষ ১০ ওভারেই আমরা ম্যাচ হেরেছি।’


টপ অর্ডার ব্যাটারদের ধারাবাহিক বাজে ব্যাটিংয়ে হতাশা প্রকাশ করে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ভালোভাবে শেষ করতে হলে ফর্মে ফিরতে হবে দলকে।


গতরাতে মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানের বড় ব্যবধানে ম্যাচ হারের পর এমন মন্তব্য করেন সাকিব। পাঁচ ম্যাচে চতুর্থ হারে সেমিফাইনালে খেলার আশা অনেকটাই ফিকে হয়ে গেছে বাংলাদেশের।


প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ৩৮২ রান করার পরই মূলত বাংলাদেশের ম্যাচ জয়ের আশা ধূলিসাৎ হয়ে যায়। জবাব দিতে নেমে ৮১ রানে ৬ উইকেট হারিয়ে লজ্জাজনক হারের পথে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের ১১১ বলে ১১১ রানের সুবাদে ৪৬ দশমিক ৪ ওভার পর্যন্ত ব্যাট করে সব উইকেট হারিয়ে ২৩৩ রানে গিয়ে থামে টাইগার ইনিংস।


মাহমুদুল্লাহর সেঞ্চুরিতে আবারও প্রশ্ন উঠেছে তার এবং মুশফিকুর রহিমের মতো সিনিয়র ব্যাটারদের ব্যাটিং অর্ডারের উপরের দিকে ব্যাট করা উচিত কিনা।


ম্যাচ শেষে সাকিব বলেন, ‘মুশফিক ও মাহমুদুল্লাহর উপরের দিকে ব্যাটিং করা উচিত কিনা, এটি নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু তাদের যে ভূমিকা আছে, সেখানে খুব ভালো করছে তারা। আমাদের টপ অর্ডারের চার ব্যাটারকে ভালো করতে হবে।’


সেমিফাইনালের আশা অনেকাংশেই শেষ হয়ে যাওয়ায় এখন পঞ্চম বা ষষ্ঠ স্থানে থেকে বিশ্বকাপ শেষ করতে পারলে খুশি হবেন বলে জানিয়েছেন সাকিব।


সাকিব বলেন, ‘টুর্নামেন্টের এখনও অনেক বাকি আছে। যেকোন কিছু হতে পারে। এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং আরও ম্যাচ খেলতে হবে আমাদের। যদি সেমিতে না যেতে পারি তাহলে পাঁচ বা ছয়ে থেকে শেষ করতে চাই। আমরা দল হিসেবে খেলতে পারছি না, যেটা আমাদের একদম মানাচ্ছে না। তবে ভালভাবে টুর্নামেন্ট্ শেষ করার আশা করছি।’


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com