রিয়ালের জয় রুখে দিল সেভিয়া
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ১১:৩৭
রিয়ালের জয় রুখে দিল সেভিয়া
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

লা লিগায় টানা তিন জয়ের পর অবশেষে চতুর্থ ম্যাচে এসে পয়েন্ট হারালো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির দল। শনিবার (২১ অক্টোবর) নিজেদের রিয়ালকে রুখে দিয়েছে সেভিয়া। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।


ম্যাচের শুরুতেই নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে থাকে রিয়াল। তাতে তৃতীয় মিনিটেই সেভিয়ার জালে বল পাঠিয়ে উল্লাসে মাতেন ফেদে ভালভার্দে। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। ২২তম মিনিটে রিয়ালকে রক্ষা করেন কারভাহাল।


আক্রমণের ধারাবাহিকতায় ম্যাচের ২৪তম মিনিটে দারুণ সুযোগ পেয়েছিলে ভিনিসিয়াস জুনিয়র। তবে বল নিয়ে এগিয়ে বক্সের সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারান তিনি। পরের মিনিটে সেভিয়ার জিব্রিল সোর শট পোস্টের সামান্য বাইরে দিয়ে বেরিয়ে যায়।


ম্যাচের ৩৪তম মিনিটে রিয়ালকে গোলবঞ্চিত করেন তাদের সাবেক অধিনায়ক সার্জিও রামোস। মাঠের বাঁ দিক থেকে টনি ক্রুসের নিচু ফ্রি-কিকে বক্সে পা ছোঁয়ান আলাবা। তবে জালের দিকে ধাবিত হওয়া বলকে দারুণ এক স্লাইডে দিক পাল্টে দেন রামোস।


ম্যাচের প্রথমার্ধে কোনো দলই আর গোলের সুযোগ পায়নি। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটের মাথায় রদ্রিগোর প্রচেষ্টা ফিরিয়ে দেন সেভিয়ার গোলরক্ষক। অবশেষে ৭৮তম মিনিটে মার্কোস আকুনার ক্রস রুখতে গিয়ে নিজেদের জালে পাঠান আলাবা। তাতে এগিয়ে যায় সেভিয়া।


চার মিনিট পরই অবশ্য রিয়ালকে সমতায় ফেরান সমতা ফেরান কারভাহাল। ডান দিক থেকে ক্রুসের ফ্রি-কিকে হেডে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ডিফেন্ডার। ৮০তম মিনিটে রামোসের শট রুখে দেন রিয়ালের গোলরক্ষক আরিসাবালাগা। তাতে ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচ।


এই ড্রতে অবশ্য পয়েন্ট টেবিলের হেরফের হয়নি। ১০ ম্যাচে আট জয় ও এক ড্র নিয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে রিয়াল। ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে জিরোনা দুইয়ে, সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিনে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে সেভিয়া।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com