টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ১৪:২৩
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একাদশে পরিবর্তন এসেছে দুটি। সাকিবের পরিবর্তে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। অফ ফর্মে থাকা তাসকিন আহমেদের জায়গায় নেওয়া হয়েছে হাসান মাহমুদকে অন্যদিকে অপরিবর্তি একাদশ নিয়েই মাঠে নেমেছে ভারত।


টানা তিন ম্যাচে জয় ভারতের। অন্যদিকে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে খেই হারিয়েছে বাংলাদেশ। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ভারত এবং ৬ষ্ঠ স্থানে রয়েছে টাইগাররা।


সেমিফাইনালে বাংলাদেশ খেলতে পারবে কি না, সেটা অনেকটাই নির্ভর করবে ভারতের বিপক্ষে এই ম্যাচের মধ্য দিয়ে। আজ রোহিত শর্মাদের কাছে হেরে গেলে বাংলাদেশের সেমিফাইনাল খেলা অনেক কঠিন হয়ে যাবে। সে ক্ষেত্রে পরের ৫ ম্যাচের সবগুলোই জিততে হবে টাইগারদের।


এমন সমীকারণ নিয়ে আজ ভারতের বিপক্ষে টস করতে নেমে জিতলেন ভারতপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।


বিশ্বকাপে বরাবরই বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী ভারত। ২০০৭ সালে পোর্ট অব স্পেনে ভারতকে হারিয়েছিলো টাইগাররা। ভারতের বিপক্ষে বিশ্বকাপে ওই একবারই জয় পেয়েছে বাংলাদেশ। এরপর ২০১১, ২০১৫ এবং ২০১৯ - তিনবারের মুখোমুখিতে তিনবারই হেরেছে বাংলাদেশ।


বাংলাদেশ একাদশ:
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।


ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com