তামিমের আবেগঘন বার্তায় আম্পায়ার সৈকত
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ১১:৩২
তামিমের আবেগঘন বার্তায় আম্পায়ার  সৈকত
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে গত ৫ অক্টোবর থেকে শুরু হয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ইতোমধ্যে বৈশ্বিক এই আসরে দুটি ম্যাচ খেলে ফেলেছে টাইগাররা। বিশ্বআসরে বাংলাদেশ ক্রিকেট দলের পাশাপাশি আরও একজন দেশকে প্রতিনিধিত্ব করে চলেছেন। তিনি বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। যা তাকে ক্রিকেট ইতিহাসে প্রথম বিশ্বকাপ ম্যাচ পরিচালনাকারী বাংলাদেশি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।


সেই আম্পায়ার সৈকতকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করা দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বুধবার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তামিম লিখেন, এবারের বিশ্বকাপে শুধু বাংলাদেশ দলই নয়, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ভাইও আমাদের একজন উজ্জ্বল প্রতিনিধি। দেশের প্রথম আম্পায়ার হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করছেন তিনি, বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা অনেক বড় ব্যাপার।


বাংলাদেশের আম্পায়ারিংকে প্রশংসাহীন কাজ উল্লেখ করে তিনি আরও লিখেন, সেই দেশের একজন আম্পায়ার বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছেন নিজের যোগ্যতা, নিষ্ঠা ও দীর্ঘদিনের কঠোর অধ্যাবসায় দিয়ে। বাংলাদেশ ক্রিকেটের জন্যও এটি গর্বের ব্যাপার। বেশ কয়েকটি ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করছেন তিনি, থাকছেন চতুর্থ আম্পায়ার হিসেবেও।


নানা বাস্তবতার কারণে আমাদের দেশের কোনো আম্পায়ার এখন পর্যন্ত এলিট প্যানেলে জায়গা করে নিতে পারেননি উল্লেখ করে তামিম আরও লিখেন, তারপরও সৈকত ভাই একটু একটু করে লড়াই করে নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন, অনেক প্রতিকূলতার মধ্যেও যেভাবে আজকের এই অবস্থানে নিয়ে গেছেন, দেশের অনেক আম্পায়ারের জন্য তা নিঃসন্দেহে দারুণ অনুপ্রেরণার। অনেকেই এখন আম্পায়ারিংকে পেশা হিসেবে নেওয়ার কথা আরও বেশি গুরুত্ব দিয়ে ভাবতে পারবে।’



সোশ্যাল মিডিয়ায় তামিমের আবেগঘন বার্তা
Nagad
তামিম ইকবাল
ফাইল ছবি
ভারতে গত ৫ অক্টোবর থেকে শুরু হয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ইতোমধ্যে বৈশ্বিক এই আসরে দুটি ম্যাচ খেলে ফেলেছে টাইগাররা। বিশ্বআসরে বাংলাদেশ ক্রিকেট দলের পাশাপাশি আরও একজন দেশকে প্রতিনিধিত্ব করে চলেছেন। তিনি বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। যা তাকে ক্রিকেট ইতিহাসে প্রথম বিশ্বকাপ ম্যাচ পরিচালনাকারী বাংলাদেশি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।


গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
সেই আম্পায়ার সৈকতকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করা দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বুধবার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তামিম লিখেন, এবারের বিশ্বকাপে শুধু বাংলাদেশ দলই নয়, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ভাইও আমাদের একজন উজ্জ্বল প্রতিনিধি। দেশের প্রথম আম্পায়ার হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করছেন তিনি, বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা অনেক বড় ব্যাপার।


predoct win
আরও পড়ুন: অবশেষে ভারত থেকে সুসংবাদ পেল পাকিস্তান
বাংলাদেশের আম্পায়ারিংকে প্রশংসাহীন কাজ উল্লেখ করে তিনি আরও লিখেন, সেই দেশের একজন আম্পায়ার বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছেন নিজের যোগ্যতা, নিষ্ঠা ও দীর্ঘদিনের কঠোর অধ্যাবসায় দিয়ে। বাংলাদেশ ক্রিকেটের জন্যও এটি গর্বের ব্যাপার। বেশ কয়েকটি ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করছেন তিনি, থাকছেন চতুর্থ আম্পায়ার হিসেবেও।


নানা বাস্তবতার কারণে আমাদের দেশের কোনো আম্পায়ার এখন পর্যন্ত এলিট প্যানেলে জায়গা করে নিতে পারেননি উল্লেখ করে তামিম আরও লিখেন, তারপরও সৈকত ভাই একটু একটু করে লড়াই করে নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন, অনেক প্রতিকূলতার মধ্যেও যেভাবে আজকের এই অবস্থানে নিয়ে গেছেন, দেশের অনেক আম্পায়ারের জন্য তা নিঃসন্দেহে দারুণ অনুপ্রেরণার। অনেকেই এখন আম্পায়ারিংকে পেশা হিসেবে নেওয়ার কথা আরও বেশি গুরুত্ব দিয়ে ভাবতে পারবে।’


আরও পড়ুন: ‘গাজার ভাই-বোনদের’ সেঞ্চুরি উৎসর্গ করে যা বললেন রিজওয়ান
সবশেষে সৈকতসহ দেশের আম্পায়ারদের জন্য শুভকামনাও জানিয়ে সাবেক এ অধিনায়ক লিখেন, অভিনন্দন সৈকত ভাই। আমাদের দেশের ক্রিকেটের মতো দেশের আম্পায়ারিংও এগিয়ে যাক আরও।


চলতি বিশ্বকাপের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেন বাংলাদেশের সৈকত। যেখানে এলবিডব্লিউর সফল একটি সিদ্ধান্তও দেন তিনি। এছাড়াও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার উদ্বোধনী ম্যাচে তিনি চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করেন। দেশের হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের দায়িত্ব পাওয়া সৈকতের ভূমিকা মাঠে আরও নিখুঁত হয়ে উঠুক, সেটিই চাওয়া দেশের ক্রিকেট সংশ্লিষ্টদের।


উল্লেখ্য, বিশ্বকাপের প্রথম পর্বে পাঁচ ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌল্লা। ম্যাচগুলো হলো- ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা ম্যাচ, ১৫ অক্টোবর দিল্লিতে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ, ২৫ অক্টোবর অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস ম্যাচ, ২৮ অক্টোবর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ এবং ৩ নভেম্বর নেদারল্যান্ডস-আফগানিস্তান ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com